Ajker Patrika

দৌলতখানে জমিজমা নিয়ে মারামারি, আহত ৫   

প্রতিনিধি, দৌলতখান (ভোলা) 
আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০: ১৬
দৌলতখানে জমিজমা নিয়ে মারামারি, আহত ৫   

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন ফরিদ হাওলাদার (৫৫), তাছলিমা বেগম (৪০), হাছনা হেনা (৩২), নারগিছ (৪৫) ও রাকিব (১৮)।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একই বাড়ির আমির হোসেন গংয়ের সঙ্গে জমি নিয়ে মোফাজ্জল গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন আগে বিরোধপূর্ণ জমিতে আমির হোসেন গংরা টয়লেট নির্মাণের চেষ্টা করলে বাধার মুখে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আহত ফরিদ হাওলাদার জানান, বৃহস্পতিবার বিকেলে ফের আমির হোসেন গংরা ওই জমিতে টয়লেট নির্মাণকাজ শুরু করেন। এ সময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ আমির হোসেনের নেতৃত্বে বাহার, নাজিমউদ্দিন, রাশেদ, আহসান উল্লাহসহ ১০-১৫ জন মিলে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাঁদের পাঁচজনকে আহত করেন। 

এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত