Ajker Patrika

গৌরনদীতে কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় গ্রেপ্তার ১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় গ্রেপ্তার ১

বরিশালের গৌরনদীতে ফাহিম সরদার (১৭) নামের এক কলেজছাত্রের পায়ের রগ কাটার ঘটনায় সাইফুল ব্যাপারী (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত কলেজছাত্র দক্ষিণ চাঁদশী গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে ও মাহিলাড়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফাহিম সরদার গতকাল শনিবার সন্ধ্যায় দুই বন্ধুকে নিয়ে অটো ভ্যানে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে জোড়া ব্রিজে পৌঁছালে তাদের অটো ভ্যানকে সাইড না দেওয়া নিয়ে একই গ্রামের নীল মনি মণ্ডল ও তাঁর সহযোগীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে নিল মনি ও তাঁর সহযোগীরা চাপাতি দিয়ে ফাহিমের বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে তাঁরা পালিয়ে যায়। গুরুতর আহত ফাহিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার রাতে আহতের বড় ভাই রাব্বি সরদার বাদী হয়ে চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাইফুল ব্যাপারীকে চাপাতি ও দা’সহ গ্রেপ্তার করেছে। 

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কলেজছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনার মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত