গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে কয়েকজন সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় ব্যবসায়ীরা তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা–পুলিশকে খবর দেয়।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নেয়। আটকেরা হলেন আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুনশি, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখ। গ্রেপ্তারকৃত সবার বাড়ি মাদারীপুর সদর থানায়।
এ ঘটনায় আজ শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী বাকাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, এক বছর আগে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তোলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পুনরায় গতকাল বৃহস্পতিবার তাঁরা মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে ছবিগুলো বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইয়ের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মডেল থানার উপপরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে থানায় নেয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে কয়েকটি মিষ্টির দোকানে কয়েকজন সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় ব্যবসায়ীরা তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা–পুলিশকে খবর দেয়।
গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নেয়। আটকেরা হলেন আল মামুন, আব্বাস হাওলাদার, লিখন মুনশি, নাসির উদ্দিন তালুকদার ও এমদাদুল হক শেখ। গ্রেপ্তারকৃত সবার বাড়ি মাদারীপুর সদর থানায়।
এ ঘটনায় আজ শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী বাকাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নাহিদ হাছান জানান, এক বছর আগে উল্লেখিত ব্যক্তিরা সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ছবি তোলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ২০০ টাকা নিয়ে যায়। পুনরায় গতকাল বৃহস্পতিবার তাঁরা মিলন বাড়ৈ ও তাকিফের দোকানের ছবি তুলে চাঁদা দাবি করে।
চাঁদা না দিলে ছবিগুলো বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ছাড়া একই বাজারের ব্যবসায়ী তরুলক্ষ নাথ নাগের কাছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি ও দোকানের কাগজপত্র যাচাইয়ের নামে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। একপর্যায়ে তাঁদের কৌশলে আটক করে গৌরনদী মডেল থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মডেল থানার উপপরিদর্শক শাহজাহান বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করে থানায় নেয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার বাকাই বাজারের ব্যবসায়ী নাহিদ হাছান বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করেছেন। আজ শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে