Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতেই শিশু মরিয়মকে হত্যা করেন চাচা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রতিপক্ষকে ফাঁসাতেই শিশু মরিয়মকে হত্যা করেন চাচা

পটুয়াখালী দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভালক গ্রামে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৮ বছরের শিশু মরিয়মকে হত্যার কথা স্বীকার করেছেন শিশুটির আপন চাচা সেন্টু ও মা রিনা।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মরিয়ম হত্যার ঘটনায় তার মা রিনা বেগম এবং বাবা মো. মকবুল মৃধাসহ আত্মীয়রা জমিজমা নিয়ে বিরোধ চলতে থাকা প্রতিপক্ষ হারুন মৃধা, রাজ্জাক মৃধা, শাহজাহান মৃধা ও বারেক মৃধাকে সন্দেহ করে পুলিশ ও সংবাদমাধ্যমের কাছে বক্তব্য দেন।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) রায়তুল, মো. জিহাদ মো. ছিদ্দিক মৃধা, মো. সাকিব মৃধা ও হুমায়ন মৃধাকে আসামি করে মরিয়মের বাবা হত্যা মামলা করেন। 

সোমবারই দশমিনা থানা–পুলিশ মরিয়মের মা রিনা বেগম ও চাচা সেন্টুকে হেফাজতে নেয়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাচা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাঁকে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমির মল্লিকের কাছে মরিয়মের চাচা সেন্টু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম মরিয়ম হত্যার বিষয়ে দশমিনা থানায় ব্রিফ করবেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত