Ajker Patrika

ফ্রান্সে বসে বাংলাদেশে চোর পালেন নাসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩১
ফ্রান্সে বসে বাংলাদেশে চোর পালেন নাসির

সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন নাসির (৫০)। সেখানে থেকেই বাংলাদেশে চোরের একটি দলের বাসাভাড়া থেকে শুরু করে যাবতীয় কাজে আর্থিক সহায়তা করে আসছেন তিনি। আর দেশে নাসিরের হয়ে কাজ করছিলেন মঞ্জুরুল হাসান শামীম (৩৩) নামের একজন। এ মাসের শুরুতে ঢাকার কচুক্ষেতের একটি জুয়েলারির দোকানে চুরির ঘটনায় তদন্তে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ডিবি।

মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, চুরির ওই ঘটনায় শনিবার রাতে মুন্সিগঞ্জ থেকে মনজুরুল হাসান শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা ও ইমিটেশন গয়না উদ্ধার করা হয়। গ্রেপ্তার শামীমের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হাফিজ বলেন, ‘নাসির সাত বছর আগে ফ্রান্সে চলে যাযন, দেশে থাকতেও চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটে; তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় কতটি মামলা আছে, সেটা খতিয়ে দেখা হবে।’

হাফিজ জানান, চোর চক্রের প্রত্যেক সদস্যের আলাদা আলাদা দায়িত্ব নির্ধারণ করা থাকে এবং তাঁরা সেই অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। চক্রটি দীর্ঘদিন ধরে কচুক্ষেতের দোকানটিতে চুরির উদ্দেশ্যে কৌশল ঠিক করে। চক্রের সদস্য মাসুদ ও ইলিয়াস মিথ্যা নাম ও পরিচয় ব্যবহার করে মার্কেটের সিকিউরিটি গার্ড ও সুইপারের চাকরি নেন।

তিনি জানান, চাকরিরত অবস্থায় তাঁরা এই দোকানে চুরির পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য চক্রের অন্য সদস্যদের সঙ্গে তথ্য আদান-প্রদান করতে থাকেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার আগের দিন চক্রের সদস্য শাহীন মাস্টার একই মার্কেটে একটি দোকান ভাড়া নেন। সেই দোকানে মালামাল তোলার নামে তালা ভাঙার সরঞ্জামাদি মার্কেটে প্রবেশ করান। ঘটনার দিন ৫ ফেব্রুয়ারি রাত ১টার দিকে চক্রের দুই সদস্য শ্রীকান্ত ও তালা ভাঙার মিস্ত্রি রাজা মিয়া মার্কেটে প্রবেশ করে। আগে থেকে মার্কেটে কাজ করা মাসুদ, ইলিয়াসসহ চারজন মিলে ভোর ৫টার দিকে চুরি শেষে বের হয়ে যান।

হাফিজ জানান, এরপর তাঁরা কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার একটি বাসায় যান। যেখানে অবস্থান করছিলেন শাহীন মাস্টার ও শামীম। এরপর শ্রীকান্ত স্বর্ণ তাঁর পূর্বপরিচিত এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা করে চক্রের সদস্যরা আত্মগোপনে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত