Ajker Patrika

জমিদারবাড়ি বেদখল, গরু রাখার অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৮
জমিদারবাড়ি বেদখল, গরু রাখার অভিযোগ

রক্ষণাবেক্ষণের অভাবে বেদখল হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রাচীন ভবানী বাবুর জমিদারবাড়ি। দুই তলাবিশিষ্ট জমিদারবাড়িটি স্থানীয় লোকজন দখল করে নিচতলা ব্যবহার করছে গরু রাখার জায়গা হিসেবে আর ওপরতলা কাপড় ও ফসল শুকানোর কাজ করা হয়। বাড়িটির প্রবেশপথ বন্ধ করে গড়ে তোলা হয়েছে পাকা স্থাপনা।

ভবানী বাবুর জমিদারবাড়িটি বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামে। দখল করে বসবাস করা লোকজনের দাবি, পুরোনো বাড়ির ভবনটিসহ ভবানী বাবুর পুকুর ও প্রায় ৩৫ একর জমি সরকারের কাছ থেকে স্বাধীনতার আগে তাঁদের পূর্বপুরুষেরা কিনেছেন।

জমিদারবাড়িতে গিয়ে দেখা গেছে, পশ্চিম পাশের প্রবেশপথ বন্ধ করে দিয়ে সেখানে বাড়ি নির্মাণ করেছেন নাজির হোসেন নামে এক ব্যক্তি। তিনি বাড়িটির আঙিনা হিসেবে ব্যবহার করছেন জমিদারবাড়ির প্রবেশপথ এবং নিচতলা ব্যবহার করছেন গোয়ালঘর হিসেবে। ছাদে শুকানো হচ্ছে কাপড়। এ ছাড়া তাঁর অন্য ভাইয়েরা পূর্ব ও উত্তর পাশে পাকা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দক্ষিণ পাশে বসবাস করা ব্যক্তিদের দাবি, তাঁরা খাস খতিয়ানের জমিতে নয় বরং নিজের নামে রেকর্ড করা জমিতে বসবাস করছেন।

জানতে চাইলে নাজির হোসেন জানান, ১৯৬৪ সালে ভারত থেকে তাঁর পূর্বপুরুষেরা এই দেশে আসার পর ভবানী বাবুর কাছ থেকে তৎকালীন দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে ল্যান্ড এক্সচেঞ্জ করে নিয়েছেন। এই পুরো সম্পত্তির মালিক এখন তিনিসহ তাঁর পরিবারের ১২ পুরুষ। তাঁদের সন্তানাদিসহ সবাই এখানে ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। সম্প্রতি গরুচুরির ঘটনা বেড়ে যাওয়ার আতঙ্কে তিনি নিচতলায় গরু রাখছেন। তবে জমির মালিকানা সম্পর্কিত কাগজপত্র দেখতে চাইলে তিনি বলেন, ঠাকুরগাঁও আদালতে পুরো সম্পত্তি নিয়ে মামলা চলছে। নিষ্পত্তি হয়নি, সেখানেই সব কাগজপত্র জমা রয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর চাইলে ভবানী বাবুর জমিদারবাড়িটি উদ্ধার করতে প্রশাসন সহায়তা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত