Ajker Patrika

শিশু পরশমণিকে হত্যা করা হয় শ্বাসরোধে

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

এক বছরের অধিক সময় তদন্তে পরশমণিকে (৯) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করে নেত্রকোনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় গ্রেপ্তার জোবায়ের (২৩) নামের এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে 
পাঠানো হয়।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের পিবিআই কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।শাহীনুর কবির জানান, পিবিআই  তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ডিসেম্বর  জোবায়েরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে  হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জোবায়ের জানান, ঘটনার দিন বিকেলে পরশমণিকে খেলার ছলে আড়ালে নিয়ে অনৈতিক কাজ করতে চাইলে সে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ঘটনাটি প্রকাশ পাওয়ার শঙ্কায় গলা চেপে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। রাতে লাশ বিলের পাড়ে ফেলে দেওয়া হয়।

শাহীনুর কবির আরও জানান, এক বছরের বেশি সময় ধরে মামলাটির তদন্ত করে পুলিশ। পরে সিআইডি এক বছরের বেশি সময় তদন্ত করেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পেরে ২০২০ সালে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তী সময়ে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ নভেম্বর আদালত নেত্রকোনা পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ এপ্রিল মদন উপজেলার কদমশ্রী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে পরশমণি খেলতে গিয়ে নিখোঁজ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত