Ajker Patrika

অধ্যক্ষ ও সভাপতির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ থানায়

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
অধ্যক্ষ ও সভাপতির সংঘর্ষ, পাল্টাপাল্টি  অভিযোগ থানায়

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও সভাপতির মধ্যে মারামারি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বানেশ্বর এলাকায় অবস্থিত বিদ্যালয়টির অধ্যক্ষ রুহুল আমিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটিতে নিয়োগে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ রুহুল আমিন ও সভাপতি মাহাবুবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, গতকাল সকালে বিদ্যালয়টির অধ্যক্ষ ও সভাপতির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অধ্যক্ষের হাতে থাকা চায়নিজ কুড়ালের আঘাতে সভাপতি জখম হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে গত মাসে অধ্যক্ষকে বরখাস্ত করা হয়। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা করে আসছিলেন। আজ (গতকাল) সকালে বানেশ্বর বাজারে আসার পথে অধ্যক্ষর বাড়ির সামনে এলে তিনি দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান।’

তবে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘সভাপতি সকালে আমার বাড়ির সামনে এসে গালমন্দ শুরু করে। তার গালমন্দ শুনে আমি নিচে নেমে আসি। সভাপতি তাৎক্ষণিক আমার শার্টের কলার ধরে মারধর শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়।’ সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা অভিযোগ।

থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন  বলেন, ‘দুই পক্ষই থানায় এসেছে। তারা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত