পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও সভাপতির মধ্যে মারামারি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বানেশ্বর এলাকায় অবস্থিত বিদ্যালয়টির অধ্যক্ষ রুহুল আমিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটিতে নিয়োগে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ রুহুল আমিন ও সভাপতি মাহাবুবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, গতকাল সকালে বিদ্যালয়টির অধ্যক্ষ ও সভাপতির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অধ্যক্ষের হাতে থাকা চায়নিজ কুড়ালের আঘাতে সভাপতি জখম হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে গত মাসে অধ্যক্ষকে বরখাস্ত করা হয়। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা করে আসছিলেন। আজ (গতকাল) সকালে বানেশ্বর বাজারে আসার পথে অধ্যক্ষর বাড়ির সামনে এলে তিনি দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান।’
তবে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘সভাপতি সকালে আমার বাড়ির সামনে এসে গালমন্দ শুরু করে। তার গালমন্দ শুনে আমি নিচে নেমে আসি। সভাপতি তাৎক্ষণিক আমার শার্টের কলার ধরে মারধর শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়।’ সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা অভিযোগ।
থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘দুই পক্ষই থানায় এসেছে। তারা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও সভাপতির মধ্যে মারামারি হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বানেশ্বর এলাকায় অবস্থিত বিদ্যালয়টির অধ্যক্ষ রুহুল আমিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটিতে নিয়োগে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ রুহুল আমিন ও সভাপতি মাহাবুবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে।
প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, গতকাল সকালে বিদ্যালয়টির অধ্যক্ষ ও সভাপতির মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অধ্যক্ষের হাতে থাকা চায়নিজ কুড়ালের আঘাতে সভাপতি জখম হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে গত মাসে অধ্যক্ষকে বরখাস্ত করা হয়। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা করে আসছিলেন। আজ (গতকাল) সকালে বানেশ্বর বাজারে আসার পথে অধ্যক্ষর বাড়ির সামনে এলে তিনি দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান।’
তবে অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ‘সভাপতি সকালে আমার বাড়ির সামনে এসে গালমন্দ শুরু করে। তার গালমন্দ শুনে আমি নিচে নেমে আসি। সভাপতি তাৎক্ষণিক আমার শার্টের কলার ধরে মারধর শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়।’ সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা অভিযোগ।
থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘দুই পক্ষই থানায় এসেছে। তারা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪