Ajker Patrika

স্ত্রী পালানোর এক মাস পর প্রবাসীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২২, ১৪: ০৬
স্ত্রী পালানোর এক মাস পর প্রবাসীর আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে মো. বাহার উল্যা (৪০) নামের এক সৌদি আরব প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এক মাস আগে প্রেমিকের সঙ্গে তার স্ত্রী বিবি রহিমা আক্তার নিপু (৩৩) পালিয়ে যাওয়ায় ক্ষোভে বাহার উল্যাহ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম নাটেশ্বর গ্রামের হাজীর আলী আদনান মাস্টার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বাহার উল্যা ওই বাড়ির আবদুল মন্নানের ছেলে। তিনি একজন সৌদি আরব প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে কয়েক বছর আগে বিবি রহিমা আক্তার নিপুর সঙ্গে বিয়ে হয় বাহার উল্যার। এটি তাঁর দ্বিতীয় বিয়ে ছিল। রহিমার ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পর পুনরায় সৌদি আরব চলে যায় বাহার। এরই মধ্যে অন্য ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নিপু। ওই সম্পর্কের সূত্র ধরে এক মাস আগে সেই প্রেমিকের সঙ্গে নিজের ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রহিমা আক্তার নিপু। বিষয়টি জানার পর বিদেশ থেকে সপ্তাহ আগে দেশে ফিরে আসেন বাহার। পরবর্তী সময়ে বিভিন্নভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যার্থ হন তিনি। এ ঘটনায় মানুষিকভাবে ভেঙে পড়েন বাহার।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী পালিয়ে যাওয়ার খবরে দেশে আসেন বাহার। বিষয়টি নিয়ে তিনি মানুসিকভাবে হতাশ হয়ে পড়েন। এ ঘটনার জেরে বুধবার দুপুরে নিজের বসতঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাহার।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত