ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিসের লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। অফিস চত্বরে রোপণ করা লক্ষাধিক টাকা মূল্যের দুটি মেহগনিগাছ গত শুক্রবার সরকারি ছুটির দিনে কাটা হয়।
অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম মো. নাসির উদ্দিন। তিনি উপজেলার দলদলী ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।
স্থানীয়রা বলেন, তাঁরা অবৈধভাবে গাছ কাটার কথা জানতে চেয়েছিলেন, কিন্তু অফিসের ফার্নিচার বানানোর জন্য গাছগুলো কাটা হচ্ছে বলে জানান মো. নাসির উদ্দিন। গাছগুলো কাটার ফলে গর্তের সৃষ্টি হয়। পরে সেখানে মাটি ভরাট করে দেন তিনি। এরপর সেই গাছ চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গিয়ে গোপন করা হয়।
জানা গেছে, গাছগুলো কেটে ট্রলিতে বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জে মো. নাসিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেগুলো তাঁর বাড়িতে পৌঁছে দেন দলদলী গ্রামের ট্রলিচালক মো. উজির।
এ বিষয়ে ট্রলিচালক মো. উজির বলেন, গাছগুলো পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার টাকায় তাঁর ট্রলি ভাড়া করা হয়েছিল। এর মধ্যে দুই হাজার টাকা পরিশোধ করেন মো. নাসির।
ট্রলিচালক আরও বলেন, গাছের মোটা অংশ বিশ্বরোড করাতকলে রেখে বাকিগুলো তাঁর বাড়িতে রেখে আসেন।
গাছ কাটার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন দলদলী গ্রামের লাট্টু নামের একজন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব ছোটখাটো বিষয় নিয়ে কিছু না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে মো. নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পূর্বের স্যারকে বলে গাছ কেটেছি। কিছু বলার থাকলে ইউএনও স্যারকে বলেন।’
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে না জানিয়ে ছুটির দিন গাছ কেটে নিয়ে গেছেন মো. নাসির। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ইচ্ছেমতো নিজের গাছ কাটতে পারবেন না বলে চলতি বছরে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু তা অমান্য করে চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নাসির উদ্দিন অফিস চত্বরে রোপণ করা গাছ কেটে ফেলেন।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিসের লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। অফিস চত্বরে রোপণ করা লক্ষাধিক টাকা মূল্যের দুটি মেহগনিগাছ গত শুক্রবার সরকারি ছুটির দিনে কাটা হয়।
অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম মো. নাসির উদ্দিন। তিনি উপজেলার দলদলী ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।
স্থানীয়রা বলেন, তাঁরা অবৈধভাবে গাছ কাটার কথা জানতে চেয়েছিলেন, কিন্তু অফিসের ফার্নিচার বানানোর জন্য গাছগুলো কাটা হচ্ছে বলে জানান মো. নাসির উদ্দিন। গাছগুলো কাটার ফলে গর্তের সৃষ্টি হয়। পরে সেখানে মাটি ভরাট করে দেন তিনি। এরপর সেই গাছ চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গিয়ে গোপন করা হয়।
জানা গেছে, গাছগুলো কেটে ট্রলিতে বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জে মো. নাসিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেগুলো তাঁর বাড়িতে পৌঁছে দেন দলদলী গ্রামের ট্রলিচালক মো. উজির।
এ বিষয়ে ট্রলিচালক মো. উজির বলেন, গাছগুলো পৌঁছে দেওয়ার জন্য আড়াই হাজার টাকায় তাঁর ট্রলি ভাড়া করা হয়েছিল। এর মধ্যে দুই হাজার টাকা পরিশোধ করেন মো. নাসির।
ট্রলিচালক আরও বলেন, গাছের মোটা অংশ বিশ্বরোড করাতকলে রেখে বাকিগুলো তাঁর বাড়িতে রেখে আসেন।
গাছ কাটার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন দলদলী গ্রামের লাট্টু নামের একজন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব ছোটখাটো বিষয় নিয়ে কিছু না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে মো. নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পূর্বের স্যারকে বলে গাছ কেটেছি। কিছু বলার থাকলে ইউএনও স্যারকে বলেন।’
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, গাছ কাটার ব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে না জানিয়ে ছুটির দিন গাছ কেটে নিয়ে গেছেন মো. নাসির। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ইচ্ছেমতো নিজের গাছ কাটতে পারবেন না বলে চলতি বছরে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু তা অমান্য করে চতুর্থ শ্রেণির কর্মচারী মো. নাসির উদ্দিন অফিস চত্বরে রোপণ করা গাছ কেটে ফেলেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫