Ajker Patrika

খাসজমি দখল হচ্ছে দেখেও কিছু বলছে না কেউ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৭
Thumbnail image

মুন্সিগঞ্জের শ্রীনগরে জেলা পরিষদের খাসজমি ভরাট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার পাটাভোগ ইউনিয়নে মুন্সিগঞ্জ থেকে দোহার সড়কসংলগ্ন কুশুরীপাড়া গ্রামে এই খাসজমি ভরাট করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সড়ক ও জনপদের ঢাকা-দোহার সড়কের কুশুরীপাড়া কবরস্থানের অন্য পাশে একটি ফুটবল মাঠের সমান জেলা পরিষদের খাস জায়গা ডাম্প ট্রাক দিয়ে ভরাট করা হচ্ছে। এতে রাস্তার ওপর বালুর স্তর পড়ে গেছে। ধুলায় ছেয়ে গেছে চারপাশ।

স্থানীয়রা জানান, প্রতিদিন বালুবোঝাই ডাম্প ট্রাক সড়ক দিয়ে চলাচল করছে। ট্রাকগুলোর বেপরোয়া চলাচলে ধুলাবালু উড়ে রাস্তার পাশের দোকান ও বসতবাড়ির ভেতরে ঢুকে পড়ে। ধুলাবালুর কারণে মুখ ঢেকে চলতে হয়। বালু ভরাটকারীরা এলাকার প্রভাবশালী ব্যক্তি। ভয়ে কেউ তাঁদের বিরুদ্ধে মুখ খোলে না।

বালু ভরাটের ঠিকাদার মো. মতি বলেন, ‘আমাকে ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট এই জায়গা ভরাটের কাজ দিয়েছেন। আমি কন্ট্রাক্ট নেওয়ার পর লৌহজংয়ের বালু ব্যবসায়ী মন্টু মেম্বারকে সাব-কন্ট্রাক্ট দিয়ে দিই।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট বলেন, ‘সারা দেশেই তো এভাবে সরকারি জায়গা ভরাট হচ্ছে। এই জায়গার তো একজন মালিক না। অনেক মালিক আছে। এ জায়গার মালিক আমার ভাই, দাদা ও বেয়াই।’ পরে তিনি আবার ফোন করে এ সংবাদদাতাকে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন এবং কুরুচিপূর্ণ কথা বলেন।

সহকারী কমিশনার (ভূমি) সজিব আহমেদ বলেন, ‘জেলা পরিষদ যদি আমাদের কাছে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা চায়, আমরা তা করব।’

মুন্সিগঞ্জ জেলা পরিষদ সার্ভেয়ার ইসমাইল হোসেন বলেন, ‘জেলা পরিষদের জায়গা ব্যক্তিগতভাবে ভরাটের নিয়ম নেই। সেখানে ভরাট করার জন্য আমাদের কাছ থেকে কেউ কোনো অনুমতিও নেননি। আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। সেখানে লোক পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত