নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মানব পাচারের অভিযোগে অভিনেত্রী পরীমণির মামলার অন্যতম আসামি তুহিন সিদ্দিক অমি। সেই অমির ৯ সহযোগীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শাহিন আলম নামের এক যুবকের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিত। কিন্তু টাকা নিয়ে বিদেশে পাঠাত না। চাকরি দেওয়ার শর্তে কাউকে কাউকে বিদেশে পাঠালেও তাঁদের চাকরি দিত না। আজ মঙ্গলবার সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন - অমির শ্যালক রাকিবুল ইসলাম রানা, তাঁর গাড়ির চালক জসিম উদ্দিন, সালাউদ্দিন, মুসা, গোলাপ হোসেন বুলবুল, জাকির হোসেন, নাজমুল, আলম ও শাহজাহান সরকার। তাঁদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, চারটি বিলাসবহুল গাড়ি, ২২ টি কম্পিউটার ও বিপুল পরিমান চেকবই উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, গত বৃহস্পতিবার শাহিন আলম নামের এক যুবক দক্ষিণখান থানায় মামলা করেন। তিনি অমির প্রতিষ্ঠানে টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। সেই মামলার ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা চাকরি প্রত্যাশীদের দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ভালো কাজের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। কিন্তু টাকা নিয়ে বিদেশে পাঠাত না। চাকরি দেওয়ার শর্তে কাউকে কাউকে বিদেশে পাঠালেও তাঁদের চাকরি দিত না। বিদেশে আটকে রেখে নির্যাতন করত। অমির এজেন্টরা দেশে থাকা প্রবাসীদের আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করে। তাঁদের মাধ্যমে বিদেশে যারা গেছেন তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
অমি লাইসেন্সধারী ব্যবসায়ী কিনা জানতে চাইলে শেখ ওমর ফারুক বলেন, অমির লাইসেন্স আছে কিনা কিংবা লাইসেন্সের মেয়াদ আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অমির সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
সারা দেশেই অমির সহযোগীরা রয়েছেন। অমির অর্ধশত সহযোগীকে খোঁজা হচ্ছে জানিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, প্রলোভন দেখিয়ে লোক সংগ্রহ করত অমির লোকেরা। সহযোগীরা কমিশন পেতেন। কিছু সহযোগীকে মাসিক বেতন দিতেন অমি।
ঢাকা: মানব পাচারের অভিযোগে অভিনেত্রী পরীমণির মামলার অন্যতম আসামি তুহিন সিদ্দিক অমি। সেই অমির ৯ সহযোগীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শাহিন আলম নামের এক যুবকের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মানুষের কাছ থেকে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিত। কিন্তু টাকা নিয়ে বিদেশে পাঠাত না। চাকরি দেওয়ার শর্তে কাউকে কাউকে বিদেশে পাঠালেও তাঁদের চাকরি দিত না। আজ মঙ্গলবার সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন - অমির শ্যালক রাকিবুল ইসলাম রানা, তাঁর গাড়ির চালক জসিম উদ্দিন, সালাউদ্দিন, মুসা, গোলাপ হোসেন বুলবুল, জাকির হোসেন, নাজমুল, আলম ও শাহজাহান সরকার। তাঁদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, চারটি বিলাসবহুল গাড়ি, ২২ টি কম্পিউটার ও বিপুল পরিমান চেকবই উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, গত বৃহস্পতিবার শাহিন আলম নামের এক যুবক দক্ষিণখান থানায় মামলা করেন। তিনি অমির প্রতিষ্ঠানে টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। সেই মামলার ভিত্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা চাকরি প্রত্যাশীদের দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ভালো কাজের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিত। কিন্তু টাকা নিয়ে বিদেশে পাঠাত না। চাকরি দেওয়ার শর্তে কাউকে কাউকে বিদেশে পাঠালেও তাঁদের চাকরি দিত না। বিদেশে আটকে রেখে নির্যাতন করত। অমির এজেন্টরা দেশে থাকা প্রবাসীদের আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করে। তাঁদের মাধ্যমে বিদেশে যারা গেছেন তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
অমি লাইসেন্সধারী ব্যবসায়ী কিনা জানতে চাইলে শেখ ওমর ফারুক বলেন, অমির লাইসেন্স আছে কিনা কিংবা লাইসেন্সের মেয়াদ আছে কিনা সেটা আমরা তদন্ত করে দেখছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অমির সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
সারা দেশেই অমির সহযোগীরা রয়েছেন। অমির অর্ধশত সহযোগীকে খোঁজা হচ্ছে জানিয়ে সিআইডি কর্মকর্তা বলেন, প্রলোভন দেখিয়ে লোক সংগ্রহ করত অমির লোকেরা। সহযোগীরা কমিশন পেতেন। কিছু সহযোগীকে মাসিক বেতন দিতেন অমি।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪