Ajker Patrika

র‍্যাব সদস্য এমদাদের পরিকল্পনায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ৪১
র‍্যাব সদস্য এমদাদের পরিকল্পনায় ডাকাতি

চট্টগ্রামে এক ব্যবসায়ীর ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার ডাকাতি র‍্যাবের এক সদস্যের পরিকল্পনায় হয়েছে বলে পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে। গত ২৯ ডিসেম্বর এ ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষে ওই র‍্যাব সদস্যসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। আগামী ২৭ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি হবে।

অভিযুক্ত এমদাদ উল্লাহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটনার সময় তিনি র‍্যাব-৭-এ কর্মরত ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন বাহাউল মোস্তফা, তৌফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন, গাজীউল আলম, ঝুলন ধর, প্রিয়তম ধর, ঝন্টু ধর ও ইফতেখার আলম।

অপর দিকে ডাকাতির শিকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডাকাতি মালামাল কেনেন ঝুলন, প্রিয়তম ও ঝন্টু। আসামিদের মধ্যে ইফতেখার পলাতক রয়েছেন। বাকি সবাই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে র‍্যাব সদস্য এমদাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

মামলার বিবরণীতে বলা হয়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিনের ভাইসহ দুই প্রবাসী। এ সময় তাঁদের সঙ্গে ছিল ২টি সোনার বার, হাতের চুড়িসহ প্রায় ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার। কাস্টমসের শুল্ক পরিশোধ করে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এসব সোনা।

গিয়াস উদ্দিন তাঁর বন্ধু বাহাউল মোস্তফার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি রাউজানের উদ্দেশে বিমানবন্দর থেকে রওনা হন। মূলত বাহাউলের কাছ থেকে গিয়াসের গতিবিধি জেনে নেন আসামিরা। তাঁদের মোটরসাইকেলটি পতেঙ্গা সমুদ্রসৈকতের আউটার রিং রোডের মুসলিমাবাদ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে গতিরোধ করে। এ সময় আসামিরা গিয়াসকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে সব ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত