নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক ব্যবসায়ীর ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার ডাকাতি র্যাবের এক সদস্যের পরিকল্পনায় হয়েছে বলে পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে। গত ২৯ ডিসেম্বর এ ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষে ওই র্যাব সদস্যসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। আগামী ২৭ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি হবে।
অভিযুক্ত এমদাদ উল্লাহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটনার সময় তিনি র্যাব-৭-এ কর্মরত ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন বাহাউল মোস্তফা, তৌফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন, গাজীউল আলম, ঝুলন ধর, প্রিয়তম ধর, ঝন্টু ধর ও ইফতেখার আলম।
অপর দিকে ডাকাতির শিকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডাকাতি মালামাল কেনেন ঝুলন, প্রিয়তম ও ঝন্টু। আসামিদের মধ্যে ইফতেখার পলাতক রয়েছেন। বাকি সবাই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে র্যাব সদস্য এমদাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
মামলার বিবরণীতে বলা হয়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিনের ভাইসহ দুই প্রবাসী। এ সময় তাঁদের সঙ্গে ছিল ২টি সোনার বার, হাতের চুড়িসহ প্রায় ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার। কাস্টমসের শুল্ক পরিশোধ করে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এসব সোনা।
গিয়াস উদ্দিন তাঁর বন্ধু বাহাউল মোস্তফার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি রাউজানের উদ্দেশে বিমানবন্দর থেকে রওনা হন। মূলত বাহাউলের কাছ থেকে গিয়াসের গতিবিধি জেনে নেন আসামিরা। তাঁদের মোটরসাইকেলটি পতেঙ্গা সমুদ্রসৈকতের আউটার রিং রোডের মুসলিমাবাদ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে গতিরোধ করে। এ সময় আসামিরা গিয়াসকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে সব ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন।
চট্টগ্রামে এক ব্যবসায়ীর ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার ডাকাতি র্যাবের এক সদস্যের পরিকল্পনায় হয়েছে বলে পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে। গত ২৯ ডিসেম্বর এ ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষে ওই র্যাব সদস্যসহ ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। আগামী ২৭ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানি হবে।
অভিযুক্ত এমদাদ উল্লাহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটনার সময় তিনি র্যাব-৭-এ কর্মরত ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন বাহাউল মোস্তফা, তৌফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন, গাজীউল আলম, ঝুলন ধর, প্রিয়তম ধর, ঝন্টু ধর ও ইফতেখার আলম।
অপর দিকে ডাকাতির শিকার ব্যবসায়ী গিয়াস উদ্দিন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ডাকাতি মালামাল কেনেন ঝুলন, প্রিয়তম ও ঝন্টু। আসামিদের মধ্যে ইফতেখার পলাতক রয়েছেন। বাকি সবাই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে র্যাব সদস্য এমদাদের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
মামলার বিবরণীতে বলা হয়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গিয়াস উদ্দিনের ভাইসহ দুই প্রবাসী। এ সময় তাঁদের সঙ্গে ছিল ২টি সোনার বার, হাতের চুড়িসহ প্রায় ৩৭ লাখ টাকার স্বর্ণালংকার। কাস্টমসের শুল্ক পরিশোধ করে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এসব সোনা।
গিয়াস উদ্দিন তাঁর বন্ধু বাহাউল মোস্তফার মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি রাউজানের উদ্দেশে বিমানবন্দর থেকে রওনা হন। মূলত বাহাউলের কাছ থেকে গিয়াসের গতিবিধি জেনে নেন আসামিরা। তাঁদের মোটরসাইকেলটি পতেঙ্গা সমুদ্রসৈকতের আউটার রিং রোডের মুসলিমাবাদ এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস এসে গতিরোধ করে। এ সময় আসামিরা গিয়াসকে টেনে-হিঁচড়ে নামিয়ে মাইক্রোবাসে তুলে সব ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫