Ajker Patrika

ছিনতাইকারীকে ধরে থানায় নিলেন তরুণী

সাভার (ঢাকা) প্রতিনিধি
ছিনতাইকারীকে ধরে থানায় নিলেন তরুণী

চলন্ত ভ্যান থেকে মোবাইল ফোন ছিনতাই হয় এক পোশাককর্মীর। পরে বেশ কিছু দূর ধাওয়া করে অবশেষে নিজেই পাকড়াও করেন ছিনতাইকারীকে। তাঁর চিৎকার শুনে এগিয়ে এসে সহায়তা করেন পথচারীরা। গতকাল সোমবার রাত আটটার দিকে সাভারের আশুলিয়া থানার সামনে দেখা যায়, ছিনতাইকারীকে ধরে নিয়ে এসেছেন ওই তরুণী। ওই পোশাকশ্রমিকের নাম সুমাইয়া।

কথা বলে জানা যায়, সুমাইয়ার গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে থাকেন। কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি। আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

তবে ছিনতাইকারীকে ধরতে পারলেও মোবাইল ফোনটি এখনো পাওয়া যায়নি। ছিনতাইকারী সুমনের দাবি, তিনি দৌড়ানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলেছেন। আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান বলেন, মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত