Ajker Patrika

ছোট বোনকে ঈর্ষা, মায়ের বাড়িতে চুরি করে ধরা পড়লেন তরুণী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫১
ছোট বোনকে ঈর্ষা, মায়ের বাড়িতে চুরি করে ধরা পড়লেন তরুণী

ভারতে মায়ের বাড়িতে চুরি করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। মা তাঁকে ভালোবাসেন না, তাই বাড়ি থেকে স্বর্ণ, রুপার গয়নাসহ ২৫ হাজার রুপি চুরি করেছেন বলে স্বীকার করেছেন তরুণী। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, গত ৩০ জানুয়ারি দিল্লির উত্তমনগর এলাকায় বেলা ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

কালো বোরকা পরে মায়ের বাড়িতে প্রবেশ করেন ৩১ বছর বয়সী শ্বেতা। জোর করে বাড়িতে প্রবেশ ও আলমারি খোলার কোনো চিহ্ন না পেয়ে পুলিশ শ্বেতাকে সন্দেহ করে। পরে এলাকার সিসিটিভি ফুটেজে কালো বোরকা পরিহিত শ্বেতাকে শনাক্ত করে পুলিশ।
 
জিজ্ঞাসাবাদে শ্বেতা অপরাধ স্বীকার করে বলেন, তাঁর আর্থিক সহায়তার প্রয়োজন ছিল। এ ছাড়া মা তাঁর ছোট বোনের তুলনায় তাঁকে কম ভালোবাসেন। 

শ্বেতা বলেন, তিনি মায়ের কাছে আগেও আর্থিক দুর্দশার কথা বলেছেন। তাঁর মা ছোট বোনের বিয়ের জন্য বেশ কিছু গয়না জমা করেছিলেন। বোনের প্রতি ঈর্ষা ও বিরক্তি থেকে তিনি মায়ের বাড়িতে চুরি করার পরিকল্পনা করেন।

পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত সিং পিটিআইকে বলেন, ‘শ্বেতা অপরাধ স্বীকার করে পুলিশকে বলেন, তাঁর মা ছোট মেয়েকে বেশি ভালোবাসেন এবং তাঁর নিজেরও আর্থিক অনটন চলছিল। তাই তিনি চুরির পরিকল্পনা করেন।’ 

অঙ্কিত সিং বলেন, অভিযুক্ত তাঁর বোনের জন্য রাখা গয়না চুরি করার কথা স্বীকার করেছেন। 

তিনি আরও বলেন, ‘গত জানুয়ারিতে অভিযুক্ত তাঁর মাকে বলেন, তিনি মোহন গার্ডেন এলাকা থেকে উত্তমনগরে বাসা বদল করবেন। এর জন্য তাঁর সাহায্য লাগবে। গত ৩০ জানুয়ারি জিনিসপত্র গোছানোর সময় তিনি কৌশলে মায়ের বাড়ির চাবি চুরি করেন। বাড়ি থেকে বের হয়ে পাবলিক টয়লেটে গিয়ে পোশাক বদলে কালো বোরকা পরেন এবং মায়ের বাড়িতে যান। অবশ্য তিনি চুরির জন্য দুঃখ প্রকাশ করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত