Ajker Patrika

বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭: ২০
বিদেশে নেওয়ার প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে এক তরুণীকে (১৮) বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ছিনিয়ে নেওয়া হয় ভুক্তভোগীর ২০ হাজার টাকা। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেছেন। এর আগে ১৪ মার্চ বন্দর উপজেলার বারপাড়া শাসনের বাগ এলাকায় এই ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন বন্দরের শাসনের বাগ এলাকার মৃত আম্বি মেম্বারের ছেলে রহিম বাদশা ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টে কর্মরত রয়েছেন। অভাব-অনটনের কারণে তিনি বিদেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তাঁর এক সহকর্মীর মাধ্যমে রহিম বাদশার সঙ্গে পরিচয় হয়। সেই সূত্র ধরে ১৩ মার্চ বিকেলে তরুণীকে বিদেশে যাওয়ার জন্য ৩০ হাজার টাকা নিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরামর্শ দেয় রহিম।

ওই তরুণী রহিমের কথামতো ১৪ মার্চ সকালে রহিমের বাড়িতে যান। এ সময় বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার সময় অজ্ঞাতনামা আরেক ব্যক্তি উপস্থিত হন। তিনি ওই তরুণীকে বিদেশে যাওয়ার বিষয়ে কথা বলার মধ্যে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম বাদশা ও অজ্ঞাতনামা ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেন।

এই ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল বুধবার দুপুরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠায়।

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের ঘটনায় বন্দর থানায় ভুক্তভোগী তরুণী মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত