গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর গজারি বন থেকে নাজমুল হাসান (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেসবুকে লাশের ছবি দেখে গতকাল রোববার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন তার স্বজনেরা। তাঁদের দাবি, টাকা না পেয়ে শিশুকে হত্যা করা হয়েছে।
এর আগে গত বুধবার উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় নাজমুল। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
এ ঘটনায় গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন শিশুর স্বজনেরা। এর আগে গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন তাঁরা।
নাজমুলের চাচাতো ভাই মামুন মিয়া জানান, বুধবার সন্ধ্যার দিকে ওষুধ কেনার জন্য পাশের জৈনা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাজমুল। গভীর রাতেও না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মামুন মিয়া বলেন, ‘নিখোঁজের একদিন পর থেকে কয়েকটি অচেনা নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়। শনিবার সন্ধ্যার দিকে ফেসবুকের একটি আইডিতে ভাইয়ের ছবি দেখি। এরপর গতকাল সকালে হাসপাতালের মর্গে মরদেহটি পাই। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমাদের শত্রুরা তাঁকে তুলে এনে মেরে ফেলেছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, ‘নিখোঁজের অভিযোগের পরই নাজমুলের সন্ধানে কাজ করা হয়। যে নম্বরগুলো থেকে টাকা দাবি করা হয়েছে, সেগুলো বিস্তারিত খোঁজা হচ্ছে। তবে সেই নম্বরগুলোর অবস্থান অন্য জেলায় ছিল।’
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্নভাবে খবর ছড়িয়ে পড়ার পর স্বজনেরা লাশ শনাক্ত করেন।
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর গজারি বন থেকে নাজমুল হাসান (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেসবুকে লাশের ছবি দেখে গতকাল রোববার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন তার স্বজনেরা। তাঁদের দাবি, টাকা না পেয়ে শিশুকে হত্যা করা হয়েছে।
এর আগে গত বুধবার উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় নাজমুল। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
এ ঘটনায় গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন শিশুর স্বজনেরা। এর আগে গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন তাঁরা।
নাজমুলের চাচাতো ভাই মামুন মিয়া জানান, বুধবার সন্ধ্যার দিকে ওষুধ কেনার জন্য পাশের জৈনা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাজমুল। গভীর রাতেও না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মামুন মিয়া বলেন, ‘নিখোঁজের একদিন পর থেকে কয়েকটি অচেনা নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়। শনিবার সন্ধ্যার দিকে ফেসবুকের একটি আইডিতে ভাইয়ের ছবি দেখি। এরপর গতকাল সকালে হাসপাতালের মর্গে মরদেহটি পাই। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমাদের শত্রুরা তাঁকে তুলে এনে মেরে ফেলেছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, ‘নিখোঁজের অভিযোগের পরই নাজমুলের সন্ধানে কাজ করা হয়। যে নম্বরগুলো থেকে টাকা দাবি করা হয়েছে, সেগুলো বিস্তারিত খোঁজা হচ্ছে। তবে সেই নম্বরগুলোর অবস্থান অন্য জেলায় ছিল।’
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্নভাবে খবর ছড়িয়ে পড়ার পর স্বজনেরা লাশ শনাক্ত করেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৬ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৭ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৪ দিন আগে