Ajker Patrika

ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ, শিশুর ঝুলন্ত লাশ বনে

গাজীপুর ও শ্রীপুর প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর গজারি বন থেকে নাজমুল হাসান (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গভীর গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফেসবুকে লাশের ছবি দেখে গতকাল রোববার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করেন তার স্বজনেরা। তাঁদের দাবি, টাকা না পেয়ে শিশুকে হত্যা করা হয়েছে।

এর আগে গত বুধবার উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় নাজমুল। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

এ ঘটনায় গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন শিশুর স্বজনেরা। এর আগে গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন তাঁরা।

নাজমুলের চাচাতো ভাই মামুন মিয়া জানান, বুধবার সন্ধ্যার দিকে ওষুধ কেনার জন্য পাশের জৈনা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নাজমুল। গভীর রাতেও না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মামুন মিয়া বলেন, ‘নিখোঁজের একদিন পর থেকে কয়েকটি অচেনা নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়। শনিবার সন্ধ্যার দিকে ফেসবুকের একটি আইডিতে ভাইয়ের ছবি দেখি। এরপর গতকাল সকালে হাসপাতালের মর্গে মরদেহটি পাই। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমাদের শত্রুরা তাঁকে তুলে এনে মেরে ফেলেছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, ‘নিখোঁজের অভিযোগের পরই নাজমুলের সন্ধানে কাজ করা হয়। যে নম্বরগুলো থেকে টাকা দাবি করা হয়েছে, সেগুলো বিস্তারিত খোঁজা হচ্ছে। তবে সেই নম্বরগুলোর অবস্থান অন্য জেলায় ছিল।’

সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিভিন্নভাবে খবর ছড়িয়ে পড়ার পর স্বজনেরা লাশ শনাক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত