Ajker Patrika

ময়নাতদন্তে জানা গেল আত্মহত্যা নয়, হত্যা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
ময়নাতদন্তে জানা গেল আত্মহত্যা নয়, হত্যা

গাজীপুরের কালীগঞ্জের ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ছয় মাস পর নিরঞ্জন হাউইকে (৪৫) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ঘটনায় গত বুধবার রাতে উপজেলার উলুখোলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) মধুসূদন পান্ডে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া ও মামলার বাদী পুলিশ সদস্য।

নিরঞ্জন হাউই (৪৫) ময়মনসিংহের ধোবাউড়া থানার ডালারপাড় গ্রামের বাসিন্দা। কালীগঞ্জের নাগরী এলাকায় দৈনিক হাজিরা ভিত্তিতে শ্রমিকের কাজ করতেন। দীর্ঘদিন কাজের সুবাদে ওই এলাকার পানজোড়ার আব্দুল হাই মার্কেটের ভাড়া বাসায় থাকতেন তিনি।

জানা গেছে, আগের রাতে ঘুমানোর পর গত ১ জুন সন্ধ্যা নাগাদ নিরঞ্জন হাউই দরজা না খোলায় পার্শ্ববর্তী বাড়ির মানুষের সন্দেহ হয়। পরে খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই শামীম জানান, ঘটনার সময় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেন নিরঞ্জন হাউই আত্মীয় ওকেন্দ্র মারাক। গত বুধবার নিরঞ্জনের মরদেহ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পায় পুলিশ। সেখানে তাঁকে শ্বাসরোধের হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এখন এই ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত