Ajker Patrika

বিয়ের ‘নাটক’ করে অভিনব প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিয়ের ‘নাটক’ করে অভিনব প্রতারণা

বিয়ে নিয়ে প্রতারণার অভিযোগে একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডায় মামলা করেছেন এক নারী। অভিযুক্ত এ এস এম আশরাফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। মামলার বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে ওই প্রতিষ্ঠান আশরাফকে বহিষ্কার করেছে। আগামী ১৬ অক্টোবর মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করার সুবাদে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে, যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০১৯ সালের ৫ এপ্রিল তাঁকে বিয়ে করেন আশরাফ। পুরোটাই ছিল সাজানো নাটক। আড়াই বছর সংসার করেন ভুক্তভোগী নারী। পরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতার জন্য চাপ দিলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। ভুক্তভোগী নারীর কাছ থেকে বিভিন্নভাবে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আশরাফ।

বিয়ে ও টাকা আত্মসাতের ঘটনায় পৃথক মামলা করেন প্রতারণার শিকার ওই নারী। ইতিমধ্যে ৭৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় আদালত সমন জারি করেছে। এ ছাড়া বিয়ের আশ্বাসে সংসার করার অভিযোগ প্রমাণিত হয়েছে পিবিআইয়ের তদন্তে। সংস্থাটি মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...