Ajker Patrika

শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু 

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১: ৪৮
শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় কল্লোল খন্দকার (৪০) নামের একজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। নিহত কল্লোল বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে। 

জানা যায়, উভয় পক্ষের কর্মী-সমর্থকদের দীর্ঘদিনের বিরোধের কারণে বগুড়া ইউনিয়নের দলিলপুর মাঠে শিমুল সমর্থকেরা নজরুল সমর্থক কল্লোলকে কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি মাঠে পেঁয়াজ লাগানোর সময় হামলার শিকার হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক ছিলেন। 

নিহত ব্যক্তির ভাই মিল্টন খন্দকার অভিযোগ করে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান শিমুল সমর্থকেরা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। 

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, বগুড়া মাঠে যে ব্যক্তিরা কল্লোলকে খুন করেছে তারা বগুড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মুকাব্বির হোসেন মুকার কর্মী। খুন যেই করুক তাঁকে আইনের হাতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার বগুড়া মাঠে পেঁয়াজখেতে কল্লোল নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত