Ajker Patrika

স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যের বিদ্যুৎ চুরি

ফরিদপুর সংবাদদাতা
স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যের বিদ্যুৎ চুরি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য হাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন বিদ্যালয় থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে নিজ বাসাবাড়িতে ব্যবহার করেছেন। 
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের উত্তর পাশের দুটি ভবনের মধ্যে সংযুক্ত বৈদ্যুতিক তার কেটে অভিনব কায়দায় নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন হাফিজুর রহমান।

চাঁদহাট বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে এভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আরেক সদস্য ইমারত হোসেন দুলাল বলেন, ‘কাউকে না জানিয়ে হাফিজুর ছয় মাস ধরে স্কুলের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে আসছেন। বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি।’

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়টি স্বীকার করে হাফিজুর বলেন, ‘দুই মাস আগে আমার ভাতিজারা বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য স্কুল থেকে লাইন নিয়েছিল। তা এখন আর আমি চালাই না।’

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরিফুর রহমান পথিক তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে বিদ্যালয়ের উন্নয়নকাজে লাইন নিলে কোনো সমস্যা নেই। বাড়িতে লাইন নেওয়া হলে কাজটি ঠিক হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত