নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশে ভয়ংকর মাদক এলএসডির (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) কারবার করে আসছিলেন মোহাম্মদ রায়হান (২৫) নামের এক যুবক। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর নজর এড়াতে দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ নিবন্ধন করে ব্যবহার করতেন। এমনকি অন্য মোবাইল ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেন তিনি।
মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারের পর আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, কদমতলী এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তারের পর র্যাবের কাছে এমন তথ্যই দিয়েছেন তিনি। গ্রেপ্তার রায়হান ফেনী জেলার সোনাগাজী থানার কাশমীর বাজার রোডের রাশেদা ভবনের মালিক মো. শহিদউল্ল্যাহর ছেলে।
অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বলেন, গত শনিবার রাতে কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে রায়হান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মিশ্রিত ৯৬ পিস রঙিন প্রিন্টেড পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দুটি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি সাউথ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, একটি বাংলাদেশি পাসপোর্ট ও একটি নোটবুক জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান জানায়, গত ২২ মার্চ সপরিবারে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন তিনি। দেশে আসার সময় তাঁর ব্যাগে একটি নোটবুকের ভেতরে অভিনব কায়দায় এলএসডি মাদক নিয়ে আসেন। এ মাদকের কারবার করতে রায়হান হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন। তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে তিনি অন্য একটি ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করতেন।
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দেশে ভয়ংকর মাদক এলএসডির (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) কারবার করে আসছিলেন মোহাম্মদ রায়হান (২৫) নামের এক যুবক। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর নজর এড়াতে দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ নিবন্ধন করে ব্যবহার করতেন। এমনকি অন্য মোবাইল ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতেন তিনি।
মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তারের পর আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, কদমতলী এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তারের পর র্যাবের কাছে এমন তথ্যই দিয়েছেন তিনি। গ্রেপ্তার রায়হান ফেনী জেলার সোনাগাজী থানার কাশমীর বাজার রোডের রাশেদা ভবনের মালিক মো. শহিদউল্ল্যাহর ছেলে।
অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বলেন, গত শনিবার রাতে কদমতলীর মাতুয়াইল এলাকা থেকে রায়হান নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মিশ্রিত ৯৬ পিস রঙিন প্রিন্টেড পেপার স্ট্রিপ, তিনটি ক্রেডিট কার্ড, দুটি ডেবিট কার্ড, একটি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, একটি সাউথ আফ্রিকার ড্রাইভিং লাইসেন্স, একটি বাংলাদেশি পাসপোর্ট ও একটি নোটবুক জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান জানায়, গত ২২ মার্চ সপরিবারে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে আসেন তিনি। দেশে আসার সময় তাঁর ব্যাগে একটি নোটবুকের ভেতরে অভিনব কায়দায় এলএসডি মাদক নিয়ে আসেন। এ মাদকের কারবার করতে রায়হান হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন। তাঁর মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি দক্ষিণ আফ্রিকার একটি নম্বর দিয়ে নিবন্ধন করা। বাংলাদেশে তিনি অন্য একটি ফোনের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন মাদক কারবারিদের সঙ্গে যোগাযোগ করতেন।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১ দিন আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
১০ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫