Ajker Patrika

যশোরে খুন করে ঘিওরে ধরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১০: ৫৩
যশোরে খুন করে ঘিওরে ধরা

হারানো যৌবন ফিরে পেতে যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ধানকাটা শ্রমিক নকিম উদ্দীনকে (৬০) নৃশংসভাবে হত্যা করেন লিটন মালিতা (৪০) নামের এক যুবক। লিটনকে গতকাল বুধবার মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে নিহত বৃদ্ধ নকিম উদ্দীনের পুরুষাঙ্গ, অণ্ডকোষ, একটি চোখসহ গ্রেপ্তার করে যশোর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

হত্যাকাণ্ডের পর ধানকাটা শ্রমিক সেজে ঘিওরে পালিয়ে যান লিটন। ঘিওরের পয়লা ইউনিয়নের চড় বাইলজুরী এলাকা থেকে ঘিওর থানা-পুলিশের সহায়তায় তাঁকে যশোর ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার মোহাম্মদ জুমা গ্রামে বলে পুলিশ জানিয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, লিটন মালিতা গত মঙ্গলবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ধানকাটা শ্রমিক সেজে আসেন। দুপুরে তাঁকে স্থানীয় বৈলট চক থেকে ধান কাটার সময় আটক করা হয়।

গত সোমবার রাতে বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নকিম উদ্দীনের চোখ উপড়ে, পুরুষাঙ্গ কেটে ও শ্বাসরোধে হত্যা করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত নকিম উদ্দীনের বাড়ি উপজেলার ধুপখালী গ্রামে। নকিম ও গ্রেপ্তার লিটন একসঙ্গে ধানকাটা শ্রমিক হিসেবে ওই বাড়িতে ছিলেন। পরে রাতে নকিমকে হত্যা করে পালিয়ে যান।

যশোর ডিবি পুলিশের উদ্ধৃতি দিয়ে ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন বলেন, ‘লিটন মালিতার বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার মোহাম্মদ জুমা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে যৌনরোগে ভুগছিলেন। পরে স্থানীয় এক কবিরাজের শরণাপন্ন হন লিটন। সেই কবিরাজ লিটনকে যেকোনো একটি পুরুষাঙ্গ, অণ্ডকোষ ও একটি চোখ উপড়ে নিয়ে আসতে বলেন। তবেই তিনি হারানো যৌবন ফিরে পাবেন বলে কবিরাজ জানান। সেই থেকে লিটন বিভিন্ন জায়গায় এসব সংগ্রহের সুযোগ খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় ধানকাটা শ্রমিক সেজে যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে কাজ নিয়ে নকিমকে শ্বাসরোধে হত্যা করে তাঁর পুরুষাঙ্গ, অণ্ডকোষ ও একটি চোখ তুলে নিয়ে পালিয়ে যান। তবে কবিরাজের নাম-ঠিকানা তাঁর জানা নেই বলে পুলিশের কাছে দাবি করেছেন লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত