Ajker Patrika

১০ ব্যাংকের ট্রেজারি প্রধানের জরিমানা মওকুফ, দেওয়া হয়েছে শর্ত 

জয়নাল আবেদীন খান, ঢাকা
১০ ব্যাংকের ট্রেজারি প্রধানের জরিমানা মওকুফ, দেওয়া হয়েছে শর্ত 

ব্যাংকিং নীতিমালা লঙ্ঘনের দায়ে শাস্তিপ্রাপ্ত ১০ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের জরিমানা মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পরবর্তীতে একই ধরনের অপরাধ না করার শর্ত উল্লেখপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৩তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, চলতি অর্থ বছরের পঞ্চম সভার জন্য ১৬টি পুনর্নির্ধারিত বিষয়ে আলোচনা হয়। বিবিধ ইস্যুতে এ বিষয়ে প্রস্তাব উপস্থাপন করলে গভর্নরের সম্মতিতে ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে এক লাখ টাকা করে জরিমানা মওকুফ করা হয়। তবে কেউ যেন এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটায় এবং ডলার বাজারকে অস্থিতিশীল না করে সে বিষয়ে কড়া সতর্কতা জারির কথা বলা হয়। এর আগেও ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে মাফ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র আরও জানায়, শাস্তি মওকুফ পাওয়া ব্যাংকের মধ্যে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ট্রেজারি প্রধান। এর আগেরও ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ও প্রাইম ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের জরিমানা মওকুফ করা হয়েছিল। গত ৩ সেপ্টেম্বর অভিযোগ জানিয়ে তাদের প্রথম চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। মূলত বেশি দামে ডলার বেচাকেনার দায় ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানেরা এড়াতে পারেন না এবং তাদের ব্যাখ্যা সন্তোষজনক হয়নি বলে প্রত্যেক ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশির ভাগ ট্রেজারি প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের ব্যাংক আমদানিকারকদের কাছে বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করেছে। তবে দু–একজন ট্রেজারি প্রধানের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকগুলো অতিরিক্ত দামে প্রবাসী আয় কিনেছে। এসব তো একা ট্রেজারি প্রধান করতে পারে না। প্রতিষ্ঠানের প্রধান বা উচ্চ পদস্থ কর্মকর্তা জড়িত। তাদের কিছু হয় না, অথচ ট্রেজারি বিভাগের প্রধানের শাস্তি হয়। এটা ইনসাফ না। ট্রেজারি বিভাগের প্রধান তো লেনদেন করে প্রতিষ্ঠানের স্বার্থে। এটা নীতি নির্ধারকদের বিবেচনায় আনতে হবে।

জরিমানা মওকুফের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে গত বছরের শেষ প্রান্তিক থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ডলারের দাম নির্ধারণ করছে। খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ভোগ্যপণ্য আমদানিকারক একটি গ্রুপ সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে আমদানি ব্যয় উল্লেখ করে একগুচ্ছ নথিপত্র জমা দেয়। এসব নথি পরে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংকের একাধিক দল অভিযুক্ত ব্যাংকগুলোর শাখা ও প্রধান কার্যালয় পরিদর্শন করে।

ট্রেজারি প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অযৌক্তিক মূল্য নির্ধারণ করে জোর করে সেই দামে ডলার বেচাকেনার ব্যবস্থা নিয়ে প্রশ্ন থেকে যায়। বেঁধে দেওয়া দামে ব্যাংকগুলো প্রবাসী আয় আনতে পারছে না। কারণ, ব্যাংকের বাইরে ডলারের দাম বেশি। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের পদক্ষেপ নৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে ভাবতে হবে।’

জানা গেছে, ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী ট্রেজারি প্রধানদের জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। জরিমানার অর্থ শাস্তি ঘোষণার ১৪ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছিল। দশটি ব্যাংকের ট্রেজারি প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও ব্যাংকগুলোর বিরুদ্ধে অবশ্য কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত