Ajker Patrika

বদলি ও মামলার ভয় দেখিয়ে পুলিশের কাছ থেকে টাকা নিচ্ছে প্রতারক চক্র, সতর্ক করল সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ২১: ১৫
বদলি ও মামলার ভয় দেখিয়ে পুলিশের কাছ থেকে টাকা নিচ্ছে প্রতারক চক্র, সতর্ক করল সদর দপ্তর

পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাদের বদলি ও মামলার আসামির তালিকায় নাম দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করছে একটি চক্র। এই প্রতারক চক্রের হাত থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

আজ শনিবার বিকেলে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে বদলির ভয় দেখিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। 

প্রতারক চক্রকে ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সদর দপ্তর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত