Ajker Patrika

নৌকার মনোনয়ন পেতে ১৫ কোটি দেবেন এমপি, অডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ০৩
নৌকার মনোনয়ন পেতে ১৫ কোটি দেবেন এমপি, অডিও ভাইরাল

নৌকার মনোনয়ন পাইয়ে দিলে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন ১৫ কোটি টাকা দেবেন, এমন কথোপকথনের একটি অডিও ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

অডিওতে এমপির অপর প্রান্তে থাকা গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নাম বলেছিলেন। তাঁর মাধ্যমেই মনোনয়ন পাইয়ে দেবেন বলে অডিওতে উল্লেখ ছিল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর আসনে নৌকার মনোনয়নযুদ্ধে মাঠে রয়েছেন অনেকে। ইতিমধ্যে জামালপুর সদর আসনে নির্বাচনী হাওয়াও বইতে শুরু করেছে। এমন সময়ে ভাইরাল হলো অডিও ক্লিপটি।

অডিও ক্লিপ শোনা যায়, ‘শুনো ফারুক, আমার সঙ্গে কিন্তু টাকার কোনো কথা ছিল না। আমার সঙ্গে কথা হয়েছিল কাজ করে দিয়ে অ্যামাউন্ট নেবে। অ্যামাউন্ট সম্বন্ধে কোনো কথা হয়নি। অ্যামাউন্ট কি সোজা জিনিস, ২০ কোটি টাকা, আমার এই মুহূর্তে চৌদ্দগুষ্টি বেইচে দিলেও এত টাকা দিতে পারব না।

আমি ১০ কোটি টাকা দিব, তারপরও আমি তো আরেকটা জায়গায় কন্টাক্ট করতেছি, সে যদি ফেইলুর (ফেল) হয়, তাইলে আমি ১৫ কোটি টাকা দিতে পারব।’

এই ব্যাপারে জানতে সদর আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে তাঁর এপিএস সাইফুল ইসলাম বলেন, এটা চার বছর আগের একটি রেকর্ড। চক্রান্তকারীরা এটা করেছে।  

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত