Ajker Patrika

নৌকার মনোনয়ন পেতে ১৫ কোটি দেবেন এমপি, অডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ০৩
নৌকার মনোনয়ন পেতে ১৫ কোটি দেবেন এমপি, অডিও ভাইরাল

নৌকার মনোনয়ন পাইয়ে দিলে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন ১৫ কোটি টাকা দেবেন, এমন কথোপকথনের একটি অডিও ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

অডিওতে এমপির অপর প্রান্তে থাকা গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নাম বলেছিলেন। তাঁর মাধ্যমেই মনোনয়ন পাইয়ে দেবেন বলে অডিওতে উল্লেখ ছিল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর আসনে নৌকার মনোনয়নযুদ্ধে মাঠে রয়েছেন অনেকে। ইতিমধ্যে জামালপুর সদর আসনে নির্বাচনী হাওয়াও বইতে শুরু করেছে। এমন সময়ে ভাইরাল হলো অডিও ক্লিপটি।

অডিও ক্লিপ শোনা যায়, ‘শুনো ফারুক, আমার সঙ্গে কিন্তু টাকার কোনো কথা ছিল না। আমার সঙ্গে কথা হয়েছিল কাজ করে দিয়ে অ্যামাউন্ট নেবে। অ্যামাউন্ট সম্বন্ধে কোনো কথা হয়নি। অ্যামাউন্ট কি সোজা জিনিস, ২০ কোটি টাকা, আমার এই মুহূর্তে চৌদ্দগুষ্টি বেইচে দিলেও এত টাকা দিতে পারব না।

আমি ১০ কোটি টাকা দিব, তারপরও আমি তো আরেকটা জায়গায় কন্টাক্ট করতেছি, সে যদি ফেইলুর (ফেল) হয়, তাইলে আমি ১৫ কোটি টাকা দিতে পারব।’

এই ব্যাপারে জানতে সদর আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে তাঁর এপিএস সাইফুল ইসলাম বলেন, এটা চার বছর আগের একটি রেকর্ড। চক্রান্তকারীরা এটা করেছে।  

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে, বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে বলল সরকার

আজকের রাশিফল: প্রেম এলে না করবেন না, বিনিয়োগটা মুলতবি রাখুন

সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী মারা গেছেন

বাড়িতে আশ্রয় দেওয়ার দুদিন পরই নারীকেই পিটিয়ে হত্যা করেছে ভবঘুরে

এলাকার খবর
Loading...