বিশেষ প্রতিনিধি, দুবাই থেকে
দেশ থেকে তারকাদের নিয়ে জাঁকজমকভাবে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করলেও সেই দোকানে চার দিনে আরাভ খান ওরফে রবিউল ইসলাম এসেছেন মাত্র একবার। এরপর থেকেই তাঁর দেখা মিলছে না। এদিকে দুবাইয়ে তাঁকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রবিউল ইসলামই আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে ইন্টারপোলকে চিঠি দিয়েছে বাংলাদেশের পুলিশ।
দুবাইয়ে নিউ গোল্ড সুক এলাকার ৫ নম্বর ভবনে আলোচিত দোকান আরাভ জুয়েলার্স। ১৫ মার্চ এর উদ্বোধন হয়। কয়েক দিন দোকান খুললেও কোনো সোনা চোখে পড়েনি। ১৯ মার্চ সকাল থেকে ২২ মার্চ সন্ধ্যা পর্যন্ত চার দিন দোকানের সামনে দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও আরাভ খানের দেখা মিলেছে মাত্র একবার। সেটিও ১৯ মার্চ বিকেলে। সেদিন বেলা দুইটার দিকে দোকানটি খুলেছিল। পৌনে চারটার দিকে গলি দিয়ে হেঁটে এসে কিছুক্ষণ দোকানে থাকার পর বেরিয়ে সামনে বসে মোবাইলে কথা বলেন। কিছুক্ষণ কথা বলার পর চলে যান আরাভ। সেদিন রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ হয়।
২০ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দোকানটিতে দু-তিনজনকে অলস সময় কাটাতে দেখা যায়। দোকানের লোকজন দুপুরের খাবার খেয়ে আরাভের আসার কথা জানালেও সন্ধ্যা পর্যন্ত আসেননি। পরে বলা হয়, সন্ধ্যার পর দোকানে মিলাদে তিনি আসবেন। কিন্তু রাত সাড়ে ১০টার পরও তিনি আসেননি। পরদিন সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও আরাভ খানের দেখা পাওয়া যায়নি। সেদিন তাঁর ব্যবসায়িক অংশীদার উসমান, রাফসান, শাকিব ও শাহেদও আসেননি। তবে কেউ এক ফাঁকে এসে দোকানের দুটি শাটারে তালা মেরে যান। পাশের একটি রেস্টুরেন্টে কর্মরত আবুল কাশেম বলেন, উসমান এসে তালা লাগিয়ে দ্রুত চলে গেছেন। সেদিনের পুরোটা সময় আরাভ খানকে গ্রেপ্তার বা আটকের গুঞ্জনের মধ্যেও দোকানটির সামনে বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল।
২২ মার্চও আরাভ জুয়েলার্স তালাবদ্ধ ছিল। আরাভ খানও আসেননি। তবে কিছুসংখ্যক প্রবাসী এসে ছবি তুলে চলে গেছেন। গতকালও একই চিত্র।
এদিকে দিন যত যাচ্ছে, আরাভ খান সম্পর্কে প্রবাসীদের নেতিবাচক মন্তব্য তত বাড়ছে। দোকানটি দেখতে যেমন প্রবাসীরা আসছেন, তেমনি তাঁকে গ্রেপ্তার নিয়ে গুঞ্জনও বেড়েছে।
বন্ধ আরাভ জুয়েলার্সের সামনে গতকাল কথা হয় প্রবাসী হাবিবুর রহমানের সঙ্গে। কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা হাবিবুর আজকের পত্রিকাকে বলেন, এটা তো এখন ভাইরাল বিষয়। তাই দোকানটা দেখতে আসলাম।’ পরে তাঁর সঙ্গে আসা সাত-আটজন প্রবাসী মিলে দোকানের সামনে ছবি তুলে চলে যান।
চট্টগ্রামের মিরসরাইয়ের আসাদুল হক শারজাহ থেকে এসেছেন দোকান দেখতে। তিনি বলেন, ‘আসতে চাইছিলাম আরও আগেই, কিন্তু সময় পাইনি। এরই মধ্যে শুনি, আরাভ খান গ্রেপ্তার হয়েছেন। সত্য-মিথ্যা জানি না। তবে লোকটাকে সুবিধার মনে হচ্ছে না।’
তিন বন্ধু নিয়ে আসা পাবনার রেজাউল করিম বলেন, ‘যার এত টাকা, সে কি ওড়াউড়ি করে। আমার মনে হয় সবই ভাঁওতাবাজি।’
আরাভ জুয়েলার্সের পাশের দোকানমালিক ভারতীয় নাগরিক রথি। আরাভ জুয়েলার্স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েক দিন আগে এখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দোকানের উদ্বোধন হয়েছে। এর বেশি কিছু জানেন না।
আরাভ জুয়েলার্সের দেড় শ গজের মধ্যে একটি সোনার দোকানে দীর্ঘদিন চাকরি করেন মনির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দোকানটিতে সব মিলিয়ে ৪১ কোটি টাকা খরচ হয়েছে। আরাভ খান দোকানে ৩০০-৪০০ কোটি টাকা বিনিয়োগ করবেন কেন? এগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি।’
দেশ থেকে তারকাদের নিয়ে জাঁকজমকভাবে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করলেও সেই দোকানে চার দিনে আরাভ খান ওরফে রবিউল ইসলাম এসেছেন মাত্র একবার। এরপর থেকেই তাঁর দেখা মিলছে না। এদিকে দুবাইয়ে তাঁকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রবিউল ইসলামই আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে ইন্টারপোলকে চিঠি দিয়েছে বাংলাদেশের পুলিশ।
দুবাইয়ে নিউ গোল্ড সুক এলাকার ৫ নম্বর ভবনে আলোচিত দোকান আরাভ জুয়েলার্স। ১৫ মার্চ এর উদ্বোধন হয়। কয়েক দিন দোকান খুললেও কোনো সোনা চোখে পড়েনি। ১৯ মার্চ সকাল থেকে ২২ মার্চ সন্ধ্যা পর্যন্ত চার দিন দোকানের সামনে দীর্ঘ কয়েক ঘণ্টা অপেক্ষা করলেও আরাভ খানের দেখা মিলেছে মাত্র একবার। সেটিও ১৯ মার্চ বিকেলে। সেদিন বেলা দুইটার দিকে দোকানটি খুলেছিল। পৌনে চারটার দিকে গলি দিয়ে হেঁটে এসে কিছুক্ষণ দোকানে থাকার পর বেরিয়ে সামনে বসে মোবাইলে কথা বলেন। কিছুক্ষণ কথা বলার পর চলে যান আরাভ। সেদিন রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ হয়।
২০ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দোকানটিতে দু-তিনজনকে অলস সময় কাটাতে দেখা যায়। দোকানের লোকজন দুপুরের খাবার খেয়ে আরাভের আসার কথা জানালেও সন্ধ্যা পর্যন্ত আসেননি। পরে বলা হয়, সন্ধ্যার পর দোকানে মিলাদে তিনি আসবেন। কিন্তু রাত সাড়ে ১০টার পরও তিনি আসেননি। পরদিন সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও আরাভ খানের দেখা পাওয়া যায়নি। সেদিন তাঁর ব্যবসায়িক অংশীদার উসমান, রাফসান, শাকিব ও শাহেদও আসেননি। তবে কেউ এক ফাঁকে এসে দোকানের দুটি শাটারে তালা মেরে যান। পাশের একটি রেস্টুরেন্টে কর্মরত আবুল কাশেম বলেন, উসমান এসে তালা লাগিয়ে দ্রুত চলে গেছেন। সেদিনের পুরোটা সময় আরাভ খানকে গ্রেপ্তার বা আটকের গুঞ্জনের মধ্যেও দোকানটির সামনে বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল।
২২ মার্চও আরাভ জুয়েলার্স তালাবদ্ধ ছিল। আরাভ খানও আসেননি। তবে কিছুসংখ্যক প্রবাসী এসে ছবি তুলে চলে গেছেন। গতকালও একই চিত্র।
এদিকে দিন যত যাচ্ছে, আরাভ খান সম্পর্কে প্রবাসীদের নেতিবাচক মন্তব্য তত বাড়ছে। দোকানটি দেখতে যেমন প্রবাসীরা আসছেন, তেমনি তাঁকে গ্রেপ্তার নিয়ে গুঞ্জনও বেড়েছে।
বন্ধ আরাভ জুয়েলার্সের সামনে গতকাল কথা হয় প্রবাসী হাবিবুর রহমানের সঙ্গে। কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা হাবিবুর আজকের পত্রিকাকে বলেন, এটা তো এখন ভাইরাল বিষয়। তাই দোকানটা দেখতে আসলাম।’ পরে তাঁর সঙ্গে আসা সাত-আটজন প্রবাসী মিলে দোকানের সামনে ছবি তুলে চলে যান।
চট্টগ্রামের মিরসরাইয়ের আসাদুল হক শারজাহ থেকে এসেছেন দোকান দেখতে। তিনি বলেন, ‘আসতে চাইছিলাম আরও আগেই, কিন্তু সময় পাইনি। এরই মধ্যে শুনি, আরাভ খান গ্রেপ্তার হয়েছেন। সত্য-মিথ্যা জানি না। তবে লোকটাকে সুবিধার মনে হচ্ছে না।’
তিন বন্ধু নিয়ে আসা পাবনার রেজাউল করিম বলেন, ‘যার এত টাকা, সে কি ওড়াউড়ি করে। আমার মনে হয় সবই ভাঁওতাবাজি।’
আরাভ জুয়েলার্সের পাশের দোকানমালিক ভারতীয় নাগরিক রথি। আরাভ জুয়েলার্স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েক দিন আগে এখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দোকানের উদ্বোধন হয়েছে। এর বেশি কিছু জানেন না।
আরাভ জুয়েলার্সের দেড় শ গজের মধ্যে একটি সোনার দোকানে দীর্ঘদিন চাকরি করেন মনির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দোকানটিতে সব মিলিয়ে ৪১ কোটি টাকা খরচ হয়েছে। আরাভ খান দোকানে ৩০০-৪০০ কোটি টাকা বিনিয়োগ করবেন কেন? এগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি।’
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৪ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৮ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২০ দিন আগে