Ajker Patrika

অটোতে বাড়তি ভাড়া, না দিলে যাত্রী হয়রানি

মৌলভীবাজার প্রতিনিধি
অটোতে বাড়তি ভাড়া, না দিলে যাত্রী হয়রানি

মৌলভীবাজারে বিভিন্ন অজুহাতে অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সে সঙ্গে হয়রানি ও লাঞ্ছনার শিকার হচ্ছেন অনেক যাত্রী।

গতকাল রোববার শহরের চাঁদনীঘাট, টিসি মার্কেট, চৌমহনা, শমশেরনগর রোড, কোর্ট এলাকা, কলেজগেট, বেরীরপাড়, কুসুমবাগ, জুগিডর, ঢাকা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্ট্যান্ড ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে বেশি ভাড়া আদায় ও হয়রানির এমন তথ্য পাওয়া গেছে।

যাত্রীরা জানান, কোনো কারণ ছাড়াই সিএনজিচালিত অটোরিকশা ও টমটমচালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করেন। চালকদের দাবি অনুযায়ী ভাড়া না দিলে লাঞ্ছিত করা হয়। এই আচরণ নারীদের সঙ্গেই বেশি করা হচ্ছে।

কলেজশিক্ষার্থী সাবিহা আক্তার বলেন, প্রায় সময় চালকেরা ৫ টাকার ভাড়া ১০ টাকা নেন, ১০ টাকার ভাড়া ২০ থেকে ২৫ টাকা নেন, না দিলে অপমান করা হয়।

স্কুলশিক্ষক অপর্ণা রায় বলেন, ‘চালকেরা ভাড়া তো বেশি নিচ্ছেনই, সঙ্গে দুর্ব্যবহারও করছেন। এক সপ্তাহ আগে শহরের কুসুমবাগ থেকে চৌমহনা আসার পথে বেশি ভাড়া না পেয়ে আমার এক নারী সহকর্মীর ব্যাগ টান দিয়ে নিয়ে নেন চালক।’

সংস্কৃতিকর্মী বিষ্ণু দেব বলনে, ‘আমি সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে চাঁদনীঘাট আসলাম, নির্ধারিত ভাড়া ১৫ টাকা; কিন্তু চালক ২০ টাকার কম মানল না, বাধ্য হয়ে দিলাম। চালকেরা মহিলা, শিশু ও বয়স্কদের কাছ থেকে আরও বেশি ভাড়া আদায় করেন, যা রীতিমতো জুলুম।’

চাকরিজীবী হুমায়ুন আখন্দ বলেন, ‘আমি রাজনগর উপজেলার মুন্সিবাজার থেকে প্রতিনিয়ত মৌলভীবাজার শহরে আসি। ভাড়া ছিল ৩০ টাকা। এখন চালকেরা ৪৫ থেকে ৫০ টাকার কম মানেন না। সন্ধ্যার পর হলে আরও বেশি দাবি করেন।’

অধিক ভাড়ার বিষয়ে চালকদের কাছে জানতে চাইলে চালক জুয়েল মিয়া বলেন, ‘গ্যাস-সংকটে দীর্ঘ লাইনে গ্যাস নিতে হয়, তাই অনেক সময় নষ্ট হয়, এ জন্য নিচ্ছি।’

আরেক চালক সাজ্জাদ আলী বলেন, ‘আমাদের সংসার চালাতে কষ্ট হয় তাই নিই, আর নেব না।’ জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, কোনো কারণ ছাড়াই যেসব চালক ভাড়া বৃদ্ধি করছেন এবং যাত্রীদের হয়রানি ও লাঞ্ছিত করছেন তাঁদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত