Ajker Patrika

দিঘি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ২৭
দিঘি দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নাটোরের লালপুরে দিঘি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মখলেছুর রহমান (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। গতকাল শুক্রবার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরপাড়া গ্রামে ৫ একর ও ৩ একরের দুটি সরকারি দিঘি আছে। দিঘি দুটির নিয়ন্ত্রণ নিতে গ্রামের বাদশা প্রামাণিক ও সাহাবুল ইসলামের নেতৃত্বে দুটি পক্ষ বিভিন্ন সময় দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত হয়েছে। এবার পুলিশ সামাজিকভাবে উভয় পক্ষের মধ্যকার বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২২ অক্টোবর স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধির উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিরোধীয় একটি পক্ষ বৈঠকে উপস্থিত হলেও অপর একটি পক্ষ হাজির না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়। এর পর থেকে পুলিশ প্রতি রাতে গ্রামে টহল দিয়ে আসছিল।

এর মধ্যে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সাহাবুল পক্ষের সমর্থক মখলেছুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় বাদশা প্রামাণিকের পক্ষের লোকজন। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঈশ্বরপাড়া বাজারে গিয়ে একটি চায়ের দোকানে ছাপাত মণ্ডলের ওপরও হামলা করে। এতে ছাপাত মণ্ডল গুরুতর জখম হন।

এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশের সহযোগিতায় গুরুতর আহত মখলেছুর রহমান ও ছাপাত মণ্ডলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথেই মখলেছুরের মৃত্যু হয়। মখলেছুর ওই গ্রামের ছইমুদ্দিন মণ্ডলের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, গ্রামের সরকারি জলাশয়ের ইজারা ও ভোগদখল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের জন্ম হয়। এর আগেও অনেকবার মারামারি হয়েছে। বহু মামলা-মোকদ্দমা হয়েছে। এবার পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়। এ জন্য বসার ব্যবস্থাও হয়েছিল। কিন্তু এক পক্ষের অনীহার কারণে বসা হয়নি। হঠাৎ ভোরে হামলার ঘটনা ঘটে। তবে পুলিশের বাধার মুখে সংঘাত ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত