Ajker Patrika

‘তোমার চেক ফেরত নাও, আমার টাকা আমায় দাও’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৯: ৪৪
Thumbnail image

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিদেশযাত্রা স্থগিতসহ ভুক্তভোগীদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকেরা।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাহকেরা মানবন্ধনে অংশ নেন। 

গ্রাহকেরা জানান, চেকের পর চেক দেওয়া হলেও কোনো টাকা তাঁরা পাচ্ছেন না। এজন্য চেক নয়, তাঁরা নগদ টাকা চান। চেয়ারম্যান কয়েক সপ্তাহ পরপর ফেসবুকে এসে মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা। 

এ সময় গ্রাহকেরা ‘তোমার চেক ফেরত নাও, আমার টাকা আমায় দাও’, ‘টাকা দে, নয়তো জীবন নে’ বলে স্লোগান দেন। 

কুমিল্লা থেকে আসা গ্রাহক মাহমুদুল হাসান বলেন, ‘আমার মোটরসাইকেলের অর্ডার ছিল। সরবরাহের তারিখ পেরিয়ে গেছে ছয় মাস হলো, এখনো টাকা বা মোটরসাইকেল কিছুই পাইতেছি না। অনেক কষ্টে দিনের পর দিন টাকা জমিয়ে আলেশা মার্টে বিনিয়োগ করেছি। এখানে যারা আসছে, অবস্থা একই রকম। জানি না কবে আমি আমার টাকা ফিরে পাব।’

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, আলেশা মার্টের চেয়ারম্যান বিদেশে যাওয়ার পাঁয়তারা করছেন। তিনি যেন বিদেশে যেতে না পারেন এবং গ্রাহকেরা যেন দ্রুত সময়ের মধ্যে টাকা ফিরে পান, এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। 

গত বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফারে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। প্রায় ৪৫ হাজার গ্রাহক আলেশা মার্টের কাছে ৪৫০ কোটি টাকা পাবে বলে অভিযোগ রয়েছে। গ্রাহকদের টাকা ফেরত দিতে না পেরে প্রতিষ্ঠানটি কার্যালয় বন্ধ রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত