Ajker Patrika

৪১তম বিসিএসে অসদুপায়, শাস্তি পেলেন দুজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৫: ৫৬
৪১তম বিসিএসে অসদুপায়, শাস্তি পেলেন দুজন

লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন এবং এতে সহায়তা করার দায়ে ৪১তম বিসিএসের দুই পরীক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একজন ৩৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে কর্মরত এইচ এম গোলাম রাব্বি, আরেকজনের নাম শারমিন আক্তার সেতু।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসদুপায় অবলম্বন এবং এতে সহায়তা করার দায়ে এ দুই প্রার্থীর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া তাঁদের ২০২১ ও ২০২২ সালের পিএসসির যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো পদে আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

শারমিন আক্তার সেতুর রোল নম্বর ১১০৭৩৬৪৩ এবং এইচ এম গোলাম রাব্বির রোল নম্বর ১১০৭৩৬২৩।

উল্লেখ্য, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গত বছর পাঁচজনের প্রার্থিতা বাতিল করেছে পিএসসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত