Ajker Patrika

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৭৪ জন নিহত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২: ০০
নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৭৪ জন নিহত

নাইজেরিয়ার বেন্যু রাজ্যে চলতি সপ্তাহে পৃথক হামলায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। যে অঞ্চলে এ হত্যাকাণ্ড হয়েছে, সেখানে সম্প্রতি কৃষক ও যাযাবর পশুপালকদের মধ্যে ভূমি দখল নিয়ে সহিংসতা বেড়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বেড়ে গেছে। এ কারণে উৎপাদন বাড়াতে গত কয়েক বছরে ওই অঞ্চলে কৃষিকাজের জন্য নির্ধারিত আবাদি জমির বিস্তার ঘটানো হয়েছে। ফলে যাযাবর পশুপালকদের জন্য তৃণভূমির পরিমাণ অনেক কমে গেছে। এরই জেরে ভূমি দখলকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা।

বেন্যু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে জানান, এমবানের স্থানীয় সরকারের এলাকায় গৃহহীনদের একটি আশ্রয়শিবির থেকে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে মোট ২৮টি মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বন্দুকধারী আকস্মিক নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে। 

ওই রাজ্যেরই উমোগিদি গ্রামে গত বুধবার সন্দেহভাজন পশুপালকেররা প্রায় অর্ধশত গ্রামবাসীকে হত্যা করে। বেন্যু রাজ্য গভর্নরের একজন নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এদিকে শনিবার এক বিবৃতিতে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদি বুহারি। একই সঙ্গে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। 

নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরনের হত্যাকাণ্ড প্রায়ই ঘটে। বেশির ভাগ সময়ই উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে হামলা ও হতাহতের খবর পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত