শায়েস্তাগঞ্জের পানের আড়তে জীবন চলে ৫ শতাধিক মানুষের
পানের আরতের ম্যানেজার কৃপেশ দেব বলেন, ব্যবসাটি খুবই ভালো। আমি প্রায় ৪০ বছর যাবৎ ম্যানেজারি করছি। কিন্তু বসার সুনির্দিষ্ট কোনো ঘর না থাকায় অনেক কষ্ট হয়। শুধু তাই নয়, খরিদ্দাররা সময়মতো অর্থ পরিশোধ না করার কারণে মালিকদের অনেক সময় বিপদে পড়তে হয়।