Ajker Patrika

শায়েস্তাগঞ্জে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

প্রতিনিধি
শায়েস্তাগঞ্জে প্রায় ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. আবু কালাম (২৩) ও একই গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে মো. মনির মিয়া (২৪)।

জানা যায়, গতকাল রোববার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আবু কালামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র এএসপি এ, কে, এম কামরুজ্জামান।

র‍্যাব-৯ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) / ৪১ ধারায় মামলা দায়ের করে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করত।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির পরই অস্ত্রের লাইসেন্স পান উপদেষ্টা আসিফ

চীনের নতুন হাইপারসনিক এয়ারক্র্যাফট, গতি ঘণ্টায় প্রায় ১৫ হাজার কিলোমিটার

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে: শহীদ আবু সাঈদের ভাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত