Ajker Patrika

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৮: ৪৩
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত তরুণের(২০) মৃত্যু হয়েছে। এ নিয়ে একই ট্রেনের নিচে কাটা পড়ে দুদিনে দুজন মারা গেল।

গতকাল শনিবার সন্ধ্যায় ৭টায় শায়েস্তাগঞ্জ উপজেলার সেলামি রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সেলামি রেলক্রসিং এ পৌঁছালে অজ্ঞাতনামা এক তরুণ ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। তবে নিহত তরুণের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য শুক্রবার শায়েস্তাগঞ্জের লস্করপুর রেলগেটে পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক মারা যায়। ওই যুবকেরও নাম পরিচয় জানা যায়নি। পরপর দুই দিন এভাবে ট্রেনের নিচে কাটা পড়ে দুজন মারা যাওয়ায় শঙ্কায় আছেন ওই এলাকার বাসিন্দারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...