ঘাঘটের ভাঙনঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
গাইবান্ধায় ঘাঘট নদে নাব্যসংকট ও পানির প্রবাহ কম থাকলেও ভাঙন অব্যাহত রয়েছে। গত এক মাসের ব্যবধানে শতাধিক পরিবার তাঁদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙনে নদীপাড়ের ২৬ কিলোমিটারের দীর্ঘ একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বহু ছোট–বড় স্থাপনা, স্কুল–কলেজ, মসজিদ ও একটি গুচ্ছগ্রাম হুমকিতে রয়েছে।