পদ্মায় ভাঙন রোধে বালুর পরিবর্তে মাটি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে আবার ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। তবে এ কাজে প্রকল্পের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জিও ব্যাগে বালুর পরিবর্তে মাটি ভরে কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিকাদারের লোকজন।