Ajker Patrika

রাগের মাথায় মায়ের ছোড়া ছুরি শিশুর গলায় বিদ্ধ, রক্তক্ষরণে মৃত্যু

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
রাগের মাথায় মায়ের ছোড়া ছুরি শিশুর গলায় বিদ্ধ, রক্তক্ষরণে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মায়ের ছুড়ে দেওয়া ছুরির আঘাতে শিশু তানিয়ার (৭) মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল গ্রামে। 

নাচোল থানার এসআই আকবর নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ৯টায় শিশুকন্যা তানিয়ার সঙ্গে মা ইয়াসমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের চালে আটকানো ছুরি তানিয়াকে লক্ষ্য করে ছুড়ে মারেন ইয়াসমিন। ছুরিটি তানিয়ার গলার গিয়ে বিদ্ধ হয়। গল গল করে রক্ত পড়তে থাকলে ইয়াসমিন দ্রুত তাকে নেজামপুরস্থ স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

তানিয়ার বাবা মোশারফ চট্টগামে অবস্থান করায় মৃতদেহ নিয়ে শিবগঞ্জ উপজেলার সাবেক লা ভাঙ্গা গ্রামে চলে যান ইয়াসমিন। 

এ বিষয়ে নাচোল থানার ওসি (তদন্ত) আবদুল ওহাব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। 

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. আবদুল মালেক জানান, তদন্তে সহযোগিতা করতে শিশুটির নানার বাড়ি সাবেক লা ভাঙ্গা থেকে মা ইয়াসমিনকে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত