ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা: বাঁশখালী পৌর কাউন্সিলরের ৩ বছরের সাজা
চট্টগ্রামের বাঁশখালীতে ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা করায় নৌকার সমর্থক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুরকে (৩৯) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এই আদেশ দেন।