Ajker Patrika

চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৯: ০৬
চট্টগ্রামের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। আজ রোববার এসব গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের আনুষ্ঠানিকতা করা হয়।

সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাব অনুসারে হজের পরের দিন ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। দরবার শরিফের অনুসারীরা দুই শতাধিক বছর ধরে এই রীতি মেনে ঈদুল আজহা পালন করে আসছেন।

মির্জাখীল দরবারের অনুসারীরা জানান, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বারখাইন, বরুমচড়া, খাসখামা, কাটাখালী ও রায়পুর এবং বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়ি গ্রামে আজ সকাল ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে আজ সকাল সাড়ে ৯টার দিকে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বাইরে দেশের শতাধিক গ্রামেও ঈদের নামাজ শেষে পশু কোরবানি করা হয়।

ঈদ উদ্‌যাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের শাহাজাদা মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র হজের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে দুই শতাধিক বছর ধরে এই রীতি পালন করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত