রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে চাঁদপুর কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। রুহুল কবির রিজভী জানিয়েছেন, একটি কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করেছেন।