দেশি মুরগির খামারে স্বাবলম্বী আগৈলঝাড়ার শাওন
বেশি লাভের আশায় খামারে পালন করা ব্রয়লার, লেয়ার, পাকিস্তানি ও টাইগার মুরগিতে এখন দেশের বাজারগুলো সয়লাব। ফলে দেশি মুরগি বাজারে মেলে কমই। কিন্তু দেশি মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের