Ajker Patrika

এমডি, সিওও, সিটিও নিয়োগ দেবে ডিএসই

অনলাইন ডেস্ক
এমডি, সিওও, সিটিও নিয়োগ দেবে ডিএসই

ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগ দেবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আগ্রহী প্রার্থীর আবেদন চেয়ে আজ বুধবার এক্সচেঞ্জটির ওয়েবসাইটে এ—সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৩ অক্টোবর ডিএসইর দায়িত্ব গ্রহণ করে নতুন পরিচালনা পরিষদ। এতে চেয়ারম্যান নির্বাচিত হন মমিনুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরই অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে পর্ষদ। তারই অংশ হিসেবে এমডি, সিওএ এবং সিটিও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত