Ajker Patrika

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার গর্ভবতী নারীদের প্রসবসেবায় প্রশংসিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২২: ১০
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার গর্ভবতী নারীদের প্রসবসেবায় প্রশংসিত। ছবি: সংগৃহীত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার গর্ভবতী নারীদের প্রসবসেবায় প্রশংসিত। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাভাবিকভাবে সন্তান প্রসবে খুশি সেবা নিতে আসা গর্ভবতী নারীরা। স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে গত সোমবার স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেছেন সিফাত জাহান নামের এক নারী। ব্যথা মুক্তভাবে সন্তান প্রসব করানোর জন্য সেবা দেওয়ায় স্বাস্থ্যকেন্দ্রের প্রশংসা করেন তাঁর স্বামী।

সিফাত জাহানের স্বামী বলেন, আমরা মিরপুর থেকে ঢাকার আলোক হাসপাতালে আসি। আমার স্ত্রীর নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করানোর জন্য। এখানে বলে রাখা ভালো যে আমরা আগে থেকেই এই হাসপাতালে চিকিৎসক হালিমা খানমের অধীনে চিকিৎসা নিচ্ছিলাম। তাঁর আন্তরিকতায় আমার স্ত্রীকে আলোক হাসপাতালে ভর্তি করাই নরমাল ডেলিভারির আশায়। হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই রিসেপশন থেকে শুরু করে ওপরের লেবার রুমের সবাই আন্তরিকতার সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেন।

সিফাত জাহানের স্বামী আরও বলেন, চিকিৎসক প্রতি মুহূর্তে রোগীর খবর নিচ্ছিলেন এবং সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর অশেষ রহমতে আমার স্ত্রী সিফাত জাহান মৌ ব্যথামুক্ত নরমাল ডেলিভারির মাধ্যমে আমাদের সন্তান পৃথিবীর আলোর মুখ দেখেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অনেক গর্ভবতী মা সন্তান প্রসবের সময় ব্যথা সহ্য করতে চান না। এই জন্য আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে ব্যথামুক্ত সন্তান প্রসবে আমরা সেবা দিয়ে যাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত