Ajker Patrika

শ্রমিক কল্যাণ তহবিলে ১১ কোটি ১০ লাখ টাকা দিল বিএটি

শ্রমিক কল্যাণ তহবিলে ১১ কোটি ১০ লাখ টাকা দিল বিএটি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১১ কোটি ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ।

আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহীর হাতে চেক তুলে দেন বিএটি বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম, এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ, কোম্পানির দুই জ্যেষ্ঠ ব্যবস্থাপক-মেহেদী আরিফ মোজাম্মেল এবং আখতার আনোয়ার খান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রবর্তনের পর থেকেই বিএটি বাংলাদেশ এই তহবিলে নিয়মিতভাবে টাকা দিয়ে আসছে। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

গত ১০ বছরে এই তহবিলে এখন পর্যন্ত সর্বমোট ৬৯ কোটি ২৫ লাখ ৪২ হাজার টাকা দিয়েছে বিএটি বাংলাদেশ।করোনা মহামারির মধ্যেও এই বছর বিএটি বাংলাদেশ ১০ কোটি ১০ লাখ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিয়েছে যা গত বছরের তুলনায় ২ কোটি টাকা বেশি।

এখন পর্যন্ত শ্রমিক কল্যাণ তহবিলে জমা হওয়া অনুদানের প্রায় ১৫ শতাংশ (সর্বোচ্চ) অর্থ এককভাবে দিয়েছে বিএটি বাংলাদেশ।

অনুদান প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত