বিজ্ঞপ্তি
প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ঈদুল ফিতরকে আনন্দময় করতে স্যামসাং নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি!’ এর আওতায় টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার মিলছে। ক্যাম্পেইনটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং পণ্য কিনে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি ৩৬ মাস পর্যন্ত সহজ ইএমআই সুবিধাও থাকছে। ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিলে ৫৫ ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভি ডিইউ ৮০০০; ১৬,৪০০ টাকা ছাড়ে কেনা যাবে ৯৩,৫০০ টাকায়। এ ছাড়া ৫,০০০ টাকা ছাড়ে টপ মাউন্ট ফ্রিজার আরটি ৩১ বি১ (৩০৫ লিটার নেট ক্যাপাসিটি) কেনা যাবে ৮৫,৯০০ টাকায়।
৪৩ ডিইউ ৮০০০ টিভিটির আসল মূল্য ৬৯,৯০০ টাকা হলেও ১১ হাজার টাকা ছাড়ে ৫৮,৯০০ টাকা কেনা যাবে। ১,৫৯,৯০০ টাকা মূল্যের ৬৫ ডিইউ ৮০০০ মডেলের টিভির দাম ৩৩ হাজার টাকার ক্যাশব্যাক ও ৩ হাজার টাকার এক্সচেঞ্জ অফারের পর হবে ১,২৩,৯০০ টাকা মাত্র। ব্র্যান্ডটির এস ৯৫ডি সিরিজের নতুন ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৩,৯৫,৯০০ টাকায়।
ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে ২০ বছরের ওয়্যারেন্টিসহ স্যামসাংয়ের রেফ্রিজারেটরের মডেলভেদে রয়েছে অবিশ্বাস্য সুবিধা। এর আরটি ৩৫ ২২ (৩৪৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, এআইসহ বিস্পোক টিএমএফ) ৭ হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র ১,০৯,৯০০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়া বেস্ট ডিলে আরটি ৪২ বি১ (৪৬৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, মেটাল টিএমএফ) ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মাত্র ১,১৯,৯০০ টাকায় পাওয়া যাবে।
ঈদের এই বিশেষ ক্যাম্পেইন সামনে রেখে টপলোড ও ফ্রন্টলোড ওয়াশিং মেশিনের সঙ্গে থাকছে ২ লিটার লিকুইড ডিটারজেন্ট সম্পূর্ণ ফ্রি। স্যামসাংয়ের সব ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার মোটরে আছে ২০ বছরের ওয়ারেন্টি এবং মাইক্রোওয়েভ ওভেনের সিরামিক এনামেল কোটিংয়ে আছে ১০ বছরের ওয়ারেন্টি।
এই ক্যাম্পেইন বিষয়ে স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘এই বছর ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়াতে ক্রেতাদের জন্য সেরা মানের হোম অ্যাপ্লায়েন্সে অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় সব ডিল আর স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট অপশন সুবিধা আছে “ঈদের খুশি স্যামসাংয়ে বেশি” ক্যাম্পেইনটিতে।’
এই অফারগুলো ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগ্স ই-মার্ট, ট্রান্সকম ডিজিটালসহ স্যামসাং অনুমোদিত সব আউটলেটে পাওয়া যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্যামসাং কাস্টমার সার্ভিস (০৮০০০৩০০৩০০) অথবা স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজ ভিজিট করুন।
প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ঈদুল ফিতরকে আনন্দময় করতে স্যামসাং নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি!’ এর আওতায় টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফার মিলছে। ক্যাম্পেইনটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং পণ্য কিনে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নেওয়া যাবে। পাশাপাশি ৩৬ মাস পর্যন্ত সহজ ইএমআই সুবিধাও থাকছে। ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিলে ৫৫ ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভি ডিইউ ৮০০০; ১৬,৪০০ টাকা ছাড়ে কেনা যাবে ৯৩,৫০০ টাকায়। এ ছাড়া ৫,০০০ টাকা ছাড়ে টপ মাউন্ট ফ্রিজার আরটি ৩১ বি১ (৩০৫ লিটার নেট ক্যাপাসিটি) কেনা যাবে ৮৫,৯০০ টাকায়।
৪৩ ডিইউ ৮০০০ টিভিটির আসল মূল্য ৬৯,৯০০ টাকা হলেও ১১ হাজার টাকা ছাড়ে ৫৮,৯০০ টাকা কেনা যাবে। ১,৫৯,৯০০ টাকা মূল্যের ৬৫ ডিইউ ৮০০০ মডেলের টিভির দাম ৩৩ হাজার টাকার ক্যাশব্যাক ও ৩ হাজার টাকার এক্সচেঞ্জ অফারের পর হবে ১,২৩,৯০০ টাকা মাত্র। ব্র্যান্ডটির এস ৯৫ডি সিরিজের নতুন ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৩,৯৫,৯০০ টাকায়।
ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে ২০ বছরের ওয়্যারেন্টিসহ স্যামসাংয়ের রেফ্রিজারেটরের মডেলভেদে রয়েছে অবিশ্বাস্য সুবিধা। এর আরটি ৩৫ ২২ (৩৪৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, এআইসহ বিস্পোক টিএমএফ) ৭ হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র ১,০৯,৯০০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়া বেস্ট ডিলে আরটি ৪২ বি১ (৪৬৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, মেটাল টিএমএফ) ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মাত্র ১,১৯,৯০০ টাকায় পাওয়া যাবে।
ঈদের এই বিশেষ ক্যাম্পেইন সামনে রেখে টপলোড ও ফ্রন্টলোড ওয়াশিং মেশিনের সঙ্গে থাকছে ২ লিটার লিকুইড ডিটারজেন্ট সম্পূর্ণ ফ্রি। স্যামসাংয়ের সব ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার মোটরে আছে ২০ বছরের ওয়ারেন্টি এবং মাইক্রোওয়েভ ওভেনের সিরামিক এনামেল কোটিংয়ে আছে ১০ বছরের ওয়ারেন্টি।
এই ক্যাম্পেইন বিষয়ে স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘এই বছর ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়াতে ক্রেতাদের জন্য সেরা মানের হোম অ্যাপ্লায়েন্সে অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় সব ডিল আর স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট অপশন সুবিধা আছে “ঈদের খুশি স্যামসাংয়ে বেশি” ক্যাম্পেইনটিতে।’
এই অফারগুলো ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগ্স ই-মার্ট, ট্রান্সকম ডিজিটালসহ স্যামসাং অনুমোদিত সব আউটলেটে পাওয়া যাবে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্যামসাং কাস্টমার সার্ভিস (০৮০০০৩০০৩০০) অথবা স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেজ ভিজিট করুন।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষ জীবন দিয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ ও রাষ্ট্রের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারলে তাঁদের এই আত্মত্যাগ সার্থক হবে।
৪ ঘণ্টা আগেচীনের বেইজিংভিত্তিক কোম্পানিটি বলেছে, এ সময়ে তাদের আয় তিন গুণেরও বেশি বেড়েছে। বিশ্বের নানা প্রান্তে লাবুবুর চাহিদা ও ব্র্যান্ড পরিচিতি দ্রুত বিস্তার ও খরচ নিয়ন্ত্রণের ফলে তাদের মুনাফায় এমন বিশাল উল্লম্ফন এসেছে।
৪ ঘণ্টা আগেবদলি আদেশ ছিঁড়ে ফেলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) উম্মে আয়মান কাশমী। আজ বুধবার সেটি প্রকাশ করেছে এনবিআর।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে