Ajker Patrika

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়াল ওয়ালটন

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ছবি: সংগৃহীত

কম্পিউটারের মনিটরে ওয়ারেন্টি সুবিধা বাড়িয়েছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন ওয়ালটনের সিনেডি, সিনেক্সা এবং এসিসি ব্র্যান্ডের ২২ ইঞ্চি পর্যন্ত সব মডেলের মনিটরে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ক্রেতারা।

জানা গেছে, ওয়ালটন ও এসিসি ব্র্যান্ডের ২১ দশমিক ৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের প্যানেল ও মাদারবোর্ডের যন্ত্রাংশে ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে। ১৬ই ডিসেম্বর ২০২৪ থেকে কেনা ২১ দশমিক ৪৫ থেকে ২২ ইঞ্চি মনিটরের সব মডেলে এই সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বমানের কোয়ালিটি ও অত্যাধুনিক ফিচারের কারণে ওয়ালটন মনিটর ক্রেতাদের আস্থায় পরিণত হয়েছে। সর্বাধুনিক বিশ্বমানের মনিটরের পাশাপাশি তিন বছরের প্যানেল ওয়ারেন্টি সুবিধার এই ঘোষণা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ক্রেতাদের মনে মনিটর পণ্য সম্পর্কে আস্থা ও বিশ্বাস আরো দৃঢ় করবে।

এ ছাড়া ওয়ালটনের রয়েছে বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচারযুক্ত ২৪ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মনিটর। ওয়ালটনের সব মনিটরে বর্তমানে বেশ কিছু অফার চলমান আছে। সব মডেলের মনিটরে অনলাইন অর্ডারে চলছে ১০ পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট। বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফ্রি হোম ডেলিভারি সুবিধায় ক্রেতারা এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এ ছাড়া এক্সচেঞ্জ অফারের আওতায় নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে সচল বা অচল মনিটর এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন মনিটর ক্রয় করার সুবিধা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত