Ajker Patrika

গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ

বিজ্ঞপ্তি
সরদার আকতার হামিদ। ছবি: বিজ্ঞপ্তি
সরদার আকতার হামিদ। ছবি: বিজ্ঞপ্তি

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সরদার আকতার হামিদ। এর আগে তিনি সাজেদা ফাউন্ডেশনে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর আকতার হামিদ ১৯৯৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে যোগ দেন।

২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান।

আকতার হামিদ বিভিন্ন ব্যাংকের এমএসএমই, রিটেইল, কৃষি ও মাইক্রোফাইন্যান্স চ্যানেল ব্যাংকিং পরিচালনায় বহুমুখী অভিজ্ঞতায় সমৃদ্ধ। এ ছাড়া কৌশলগত কার্যক্রম স্থাপনের মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাইক্রো মার্চেন্ট ধারণার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত