Ajker Patrika

কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড চালু করল ইবিএল ও নিটোল মটরস

কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড চালু করল ইবিএল ও নিটোল মটরস

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও নিটোল মটরস কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই কার্ডের উদ্বোধন করা হয়। 

নিটোল-নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নিটোল মটরসের জন্য ভিসার সহযোগিতায় ইবিএল ভিসা নিটোল-নিলয় কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ভিসার বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার আউটলেটগুলোতে এই কার্ড ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। 

নিটল মটরস লিমিটেডের বিভিন্ন স্টেকহোল্ডার এই কার্ড নিতে পারবেন। ইস্টার্ন ব্যাংকের নিরবচ্ছিন্ন লেনদেন ও পেমেন্ট অবকাঠামো সুবিধা থাকার ফলে এই কার্ডটি একটি সামগ্রিক আর্থিক টুল হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া ইবিএলের অসংখ্য অফলাইন ও অনলাইন পার্টনারের মাধ্যমে নিয়মিত ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন কার্ডধারীরা। 

অনুষ্ঠানে বক্তব্যে নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইবিএলের সঙ্গে প্রবর্তিত কো-ব্র্যান্ড কার্ডটি আমাদের গ্রাহক সেবায় নতুন অধ্যায় যুক্ত করবে।’ 

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘নিটোল মটরসের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের জন্য অনেক সুখের বিষয়।’ 

কো-ব্র্যান্ড কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ, নিটোল মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক এস এ এইচ ইসমাইল, টাটা মটরস লিমিটেডের হেড অব সেলস (সি ভি আই বি) আসিফ শামীম; ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এস এম ই ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, কমিনিউকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, কার্ড প্রধান তাসনীম হোসেইন প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত