Ajker Patrika

বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 
বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।
বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।

রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ নিয়ে এসেছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। ‘নো চার্জেস অন ডেট চেঞ্জেস’ ক্যাম্পেইনটি চলবে ২০ রমজান পর্যন্ত।

অফারটি এয়ার অ্যাস্ট্রা’র সেলস অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ট্রাভেল এজেন্টসহ সব টিকিটিং চ্যানেলের জন্য প্রযোজ্য। ২০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত কেনা টিকিট এই অফারের জন্য অন্তর্ভুক্ত।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা রমজান মাসে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার ৩টি, চট্টগ্রামে ৪টি ও সৈয়দপুরে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।

এয়ার অ্যাস্ট্রা এক বিবৃতিতে জানায়, ‘পবিত্র এই রমজান মাসে যাত্রী কেন্দ্রিক সমাধান দেওয়া এবং অনন্য ভ্রমণের চাহিদা পূরণের লক্ষ্যে এই বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে এয়ার অ্যাস্ট্রা। যাত্রীদের জন্য আরামদায়ক এবং চাপমুক্ত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করে বিমান ভ্রমণকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করার জন্য চেষ্টা করে এয়ারলাইনটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত